শনিবার দুপুরে দোতলার ব্যালকনি থেকে পড়ে মৃত্য়ু হল এক তরুণীর। মৃতার নাম ফিরোজা পারভিন। স্থানীয় সূত্রে খবর, প্রতিবেশীর সঙ্গে বিবাদ বাঁধে জোড়াসাঁকো থানার অন্তর্গত ৯ নম্বর মিত্র লেনের বাসিন্দা বছর ১৮-র ওই তরুণীর। কিছু সময়ের মধ্যে দোতলার ব্যালকনি থেকে পড়ে যান ওই তরুণী। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। এই ঘটনায় ‘খুনের’ অভিযোগ তুলছে পরিবারের লোকজন।
পরিবার এবং স্থানীয় সূত্র খবর, ছোট থেকেই মামার কাছে মানুষ ফিরোজা। শনিবার বাড়ির অন্যান্য সদস্যরা বিয়ে বাড়ি যাওয়ায় তিনি বাড়িতে একাই ছিলেন। তখনই প্রতিবেশী তারান্নুম আরার সঙ্গে তাঁর ফের ঝামেলা শুরু হয় বলে জানা যাচ্ছে। তাঁকে মারধরও করা হয় বলে অভিযোগ পরিবারের সদস্যদের। তখনই আচমকা দোতলার ব্যালকনি থেকে পড়ে মৃত্যু হয় ওই তরুণীর।
শনিবার দুপুর তিনটে নাগাদ জোড়াসাঁকো থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। বাড়ির নিচে থেকে ওই তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারা মৃত বলে ঘোষণা করে দেন। মৃত তরুণীর পরিবারের তরফ থেকে জোড়াসাঁকো থানায় অভিযোগ জানানো হলে পুলিশ এসে প্রতিবেশীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। মৃতদেহটি ইতিমধ্যেই তদন্তের জন্য পাঠানো হয়েছে। ফিরোজার পরিবারের স্পষ্ট অভিযোগ, তাঁকে উপর থেকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে। তবে ঘটনার তদন্তে নেমে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।