বেহালার স্কুলে চুরির ঘটনা। সূত্রে খবর, জগৎপুর রুক্মিণী বিদ্যামন্দিরে প্রধান শিক্ষকের ঘরের আলমারি তছনছ করে টাকা চুরির অভিযোগ উঠেছে। দোলের ছুটির পর সোমবার শিক্ষকরা স্কুলে আসতেই বিষয়টি নজরে আসে। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশকে।
শুধু টাকা চুরিই নয়, প্রধান শিক্ষকের ঘরে থাকা সিসিটিভি ক্যামেরা, হার্ডডিস্কও খোয়া গিয়েছে বলে অভিযোগ। সঙ্গে এও জানা যাচ্ছে, লোহার গেটের তালা কেটে দুষ্কৃতীরা এমন কাণ্ড ঘটিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাণীতীর্থ গার্লস হাইস্কুলের মতো একই ধাঁচে পুরো বিষয়টি ঘটানো হয়েছে। তবে সিসিটিভি ক্যামেরা খুলে নিয়ে যাওয়ায় দুষ্কৃতীদের পরিচয় এখনও জানা যায়নি।
রবিবার বেহালার বাণীতীর্থ গার্লস হাইস্কুলে তালা ভেঙে চুরির অভিযোগ ওঠে। কেয়ারটেকার স্কুলে ঢুকে দেখেন লন্ডভন্ড হয়ে আছে প্রধান শিক্ষিকা ও অ্যাকাউন্টসের ঘর। অভিযোগ কোল্যাপসেবল গেট কাটা হয়েছে। ভাঙা হয়েছে ৫টা তালা। তছনছ করে দেওয়া হয় প্রধান শিক্ষিকার ঘর ও অ্যাকাউন্টসের ঘর।
অভিযোগ ১০ হাজার টাকা বেশকিছু গুরুত্বপূর্ণ নথি খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই কাণ্ডের রেশ কাটতে না কাটতেই একই ধাঁচে বেহালার আরেকটি স্কুলে চুরির ঘটনা ঘটল।