মাধ্যমিকের নম্বর দেওয়ায় ভুল ১২ হাজারেরও বেশি খাতায়, মানল মধ্যশিক্ষা পর্ষদ

মাধ্যমিকের রিভিউ রেজাল্টে চারজনের স্থান বদল হল। অন্যদিকে মাধ্যমিকের খাতায় ১২ হাজারেরও বেশি ভুল। ১২ হাজার ৪৬৮ টি উত্তরপত্রে স্রেফ নম্বর যোগে গণ্ডগোল দেখা গিয়েছে এবার। স্ক্রুটিনিতে ২২ নম্বর পর্যন্তও বেড়েছে পরীক্ষার্থীর। ফলে মেধা তালিকাতেও এসেছে বদল। মেধা তালিকায় স্থান বদলেছে চারজন পরীক্ষার্থীর। অন্যদিকে প্রথম দশের মেধা তালিকায় ঢুকে পড়েছে আরও সাতজন। শুক্রবার সাংবাদিক বৈঠক করে এই ফলাফল জানান মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। একইসঙ্গে তিনি ঘোষণা করেন, ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১০ ফেব্রুয়ারি থেকে। এদিনের রিভিউ রেজাল্ট ঘোষণার পর জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার অলিভ গায়েন ষষ্ঠ থেকে চতুর্থে উঠে এসেছে। দক্ষিণ দিনাজপুরের সপ্ত দে সপ্তম থেকে উঠে এসেছে পঞ্চমে। একই জেলার আবৃত্তি ঘটক সপ্তম থেকে উঠে এসেছে ষষ্ঠে। দক্ষিণ ২৪ পরগনার ঋতব্রত নাথ নবম থেকে সপ্তমে উঠে এসেছে। তবে ১২ হাজারের বেশি খাতায় যোগে ভুল নিয়ে প্রশ্ন ওঠা শুরু। যদিও পর্ষদের সাফাই, ৬৩ লক্ষের মধ্যে মাত্র ১২ হাজার খাতায় ভুল। যদিও এটাও কাম্য নয় বলেও মানছে তারা।

এদিকে এদিন প্রকাশিত হয় মাধ্যমিক ২০২৫ সালের মাধ্যমিকের রুটিন। ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু। পরীক্ষা চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রথম দিন ১০ ফেব্রুয়ারি বাংলা, দ্বিতীয় দিন ১১ ফেব্রুয়ারি ইংরেজি, তৃতীয় দিন ১৫ ফেব্রুয়ারি অঙ্ক। চতুর্থ দিন ১৭ ফেব্রুয়ারি ইতিহাস, পঞ্চম দিন ১৮ ফেব্রুয়ারি ভূগোল, ষষ্ঠ দিন ১৯ ফেব্রুয়ারি জীবন বিজ্ঞান বা লাইফ সায়েন্স পরীক্ষা। সপ্তম দিন ২০ ফেব্রুয়ারি ফিজিক্যাল সায়েন্স বা ভৌতবিজ্ঞান। অষ্টম দিন ২২ ফেব্রুয়ারি অপশনাল বা ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা। প্রসঙ্গত, এবারের মাধ্যমিকে বেড়েছে পাশের হার। মোট ৭.৬৫ লক্ষ পড়ুয়া উত্তীর্ণ হয়েছে এই পরীক্ষায়। অর্থাৎ প্রতি ১০০ জনে পাশ করেছে ৮৬.৩১ জন ছাত্র-ছাত্রী। পাশের হারে প্রথম স্থানে রয়েছে কালিম্পং। দ্বিতীয় ও তৃতীয় স্থানে পূর্ব মেদিনীপুর ও কলকাতা। শতাংশের নিরিখে যা যথাক্রমে ৯৬.২৬, ৯৫.৪৯ ও ৯১.৬২।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + twenty =