জওয়ান যে সব হলে চলছে সেই সব সিনেমা হলে ভিড় দেখলে চক্ষুস্থির হয়ে যাওয়ারই কথা। থিকথিক করছে ভিড়। কাউকে আবার একই দিনে দু’টি শো-এর টিকিট কেটে রাখতেও দেখা গেছে। তবে এত কিছুর পরও ‘জওয়ান’ দেখার পর কিছু কিছু বিষয়ে খটকা কিন্তু থেকেই গেল। যেমন,
১) অ্যাটলি পিতা-পুত্রকে আলাদা করতে চেয়েছিলেন শুধু দাড়ি-গোঁফ দিয়ে কি? পর্দায় কখন বাবা, কখন ছেলে তা বারবার গুলিয়ে যাচ্ছে।
২) সিনেমায় মন ছুঁয়ে যাওয়ার মতো কোনও গানই নেই। এদিক থেকে ‘পাঠান’ অনেকটাই পিছনে ফেলেছে জওয়ানকে।
৩) সমস্যা আরও আছে। গল্পের গরু গাছে উঠেছে। বুকে পাঁচটা গুলি খেয়ে, মাঝ আকাশে কপ্টার থেকে পড়ে যাওয়ার পরেও শাহরুখ বেঁচেছেন।
৪) ছবির দ্বিতীয়ার্ধে নয়নতারাকে বড়ই নিষ্প্রভ লেগেছে।
৫) চেনা গল্পের ছাঁচে নতুন করে অ্যাকশনের রং, মানে পুরনো মদ নতুন বোতলেই পরিবেশিত হল, এই আর কি।