‘বিজেপির নীতি নেই, তাই ওদের কোনও না কোনও দেবতা দরকার হয়।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা শেষ হতেই কটাক্ষ কুণাল ঘোষের। আর এই সূত্র ধরেই ফের শান দেন তৃণমূলেন নতুন লাইন বাঙালি অস্মিতায়। এদিন দুর্গাপুরে মঞ্চে উঠেই দুর্গা ও কালীর নাম নেন মোদি। তা নিয়েই এবার খোঁচা দেন কুণাল ঘোষ।
সাংবাদিক বৈঠকে কুণাল বলেন, ‘আমরা রাম কে শ্রদ্ধা করি। রাম সংস্কৃতির প্রতীক। কিন্তু তৃণমূলের চাপে উনি কালী কালী করছেন এটা ঠিক না। উনি কালী কালী করছেন, আর ওনার পাশে বসে জয় শ্রী রাম বলছে। ওদের দলে এখন রামপন্থী আর কালীপন্থীদের লড়াই চলছে।’ কুণালের দাবি, চাপের মুখে পড়েই এখন বাঙালি অস্মিতায় শান দিতে চাইছে বিজেপি। বাংলার বঞ্চনা নিয়ে সুর চড়িয়ে মোদির উদ্দেশ্যে তোপ দেগে বলেন, ‘একটা পূর্ণ মন্ত্রী দেননি। বাংলার টাকা আটকে রেখেছিলেন! এখন বাঙালি অস্মিতার কথা বলছেন।’
এদিকে শমীক ভট্টাচার্যের বঙ্গ বিজেপির সভাপতিত্ব গ্রহণের মঞ্চেই দেখা গিয়েছিল কালীঘাটের কালীর ছবি। যা নিয়ে রাজনৈতিক মহলে কম জলঘোলা হয়নি। এবার মোদির মুখেও সেই কালী কথা। মোদি অবশ্য জোর গলায় দাবি করছেন, তৃণমূল যাই বলুক বাংলার অস্মিতা বিজেপির কাছে সুরক্ষিত।