জুলাই মাসের প্রথম দিনে দেশের চার মেট্রো সিটিতে জ্বালানির দামে কোনও বদল আসেনি। কলকাতায় এদিন লিটার প্রতি পেট্রল বিক্রি হচ্ছে ১০৬.০৩ টাকা ও ডিজেল বিক্রি হচ্ছে ৯২.৭৬ টাকা দরে। এদিকে অপরিশোধিত তেল ০.৮৪ শতাংশ লাফিয়ে ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে ৭০ ডলারের কাছাকাছিতে। এছাড়া ব্যারেল প্রতি ক্রুড অয়েলের প্রতি ব্যারেলের দাম রয়েছে ৭৫ ডলারের উপরে।
জুলাইয়ের প্রথম দিনে জয়পুর, রাজস্থানে এক লিটার পেট্রলের দাম লিটার প্রতি ৫৭ পয়সা বেড়ে ১০৮.৬৭ টাকায় গিয়ে দাঁড়িয়েছে। বিক্রি হচ্ছে। আবার ডিজেলের দাম ৫১ পয়সা বেড়ে প্রতি লিটারে দাম হয়েছে ৯৩.৮৯ টাকা। বিহারের পাটনায় এক লিটার পেট্রলের দাম ৬ পয়সা বেড়ে ১০৭.৩০ টাকা ও ডিজেলের দাম প্রতি লিটারে বেড়ে হয়েছে ৯৪.০৯ টাকা।
এদিকে মেট্রো সিটিতে হু হু করে বাড়ছে জ্বালানির দাম।
দিল্লি: প্রতি লিটার পেট্রলের দাম রয়েছে ৯৬.৭২ টাকা ও ডিজেলের প্রতি লিটারের দাম রয়েছে ৮৯.৬২ টাকা।
মুম্বই: দেশের বাণিজ্য নগরী মুম্বইতেও কিন্তু জ্বালানির দাম রয়েছে আকাশছোঁয়া। মুম্বইতে প্রতি লিটার পেট্রলের দাম রয়েছে ১০৬.৩১ টাকা ও ডিজেলের প্রতি লিটারের দাম রয়েছে ৯৪.২৭ টাকা প্রতি লিটার।
কলকাতা: দেশের তিলোত্তমা নগরী কলকাতায়ও জ্বালানির দাম রয়েছে আকাশছোঁয়া। শহরে লিটার প্রতি পেট্রলের দাম রয়েছে ১০৬.০৩ টাকা। ডিজেলের প্রতি লিটারের দাম রয়েছে ৯২.৭৬ টাকা।
চেন্নাই: দক্ষিণের শহরে চেন্নাইতেও জ্বালানির দাম রয়েছে চড়া। চেন্নাইতে প্রতি লিটার পেট্রলের দাম রয়েছে ১০২.৬৩ টাকা ও ডিজেলের দাম রয়েছে লিটারে ৯৪.২৪ টাকা।