দার্জিলিংয়ের ফাঁসিদেওয়ার রাঙাপানি স্টেশনের কাছে ভয়াবহ দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, ‘এটা রাজনীতি করার সময় নয়’, দুর্ঘটনাস্থল পরিদর্শন করে জানান কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সূত্রে খবর, এদিন বিমান থেকে নেমে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের বাইকে করে ঘটনাস্থলে পৌঁছান। ঘটনাস্থলে পৌঁছেই জানান, ‘আপাতত উদ্ধারকাজ চলছে। কী কারণে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।’ এরপর বিকেলে রেলমন্ত্রী জানান, ‘আর কোনও যাত্রী ধ্বংসস্তূপে আটকে নেই। লাইন পরিষ্কার করে ট্রেন চলাচল শুরু করানো হবে।’ এর পাশাপাশি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এও জানান, ‘আর্থিক সাহায্যের অংক বাড়ানো হয়েছে। মৃতদের পরিবারকে ১০ লাখ, গুরুতর জখমদের ২.৫ লাখ এবং অল্প আহতদের ৫০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।’
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
এই ট্রেন দুর্ঘটনা নিয়ে অমিত শাহ এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন। তিনি লিখেছিলেন, ‘পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়িতে ঘটা ট্রেন দুর্ঘটনাটি খুবই দুঃখজনক। এই দুর্ভাগ্যজনক দুর্ঘটনায় যাঁরা তাদের পরিজন হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’
এদিকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা নিয়ে দুঃখপ্রকাশ করেন রাহুল গান্ধি। কংগ্রেস কর্মীদের নির্দেশ দেন সহযোগিতার। এদিন এই দুর্ঘটনার দায় মোদি সরকারের কাঁধেই ঠেললেন তিনি। রাহুলের কথায়, ‘গত ১০ বছরে বেড়েছে রেল দুর্ঘটনা। কারণ মোদি সরকারের অব্যবস্থা। মোদি সরকারের দোষেই প্রাণ হারাচ্ছে আমজনতা।’
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা নিয়ে সমাজমাধ্যমে বার্তা দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।