ডাঃ সুবর্ণর পর এবার ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজের অধ্যক্ষ উৎপল দাঁর বদলি ঘিরে বিতর্ক। সূত্রের খবর, ডিএমই পদপ্রার্থী ছিলেন ডায়মন্ড হারবারের অধ্যক্ষ। সেই অধ্যক্ষকেই বর্ধমান মেডিক্যাল কলেজের অ্যানাটমি বিভাগে প্রফেসর পদে পাঠানো হল। ইতিমধ্যেই আরজি কর আন্দোলনের অন্যতম মুখ সুবর্ণ গোস্বামীর বদলি ঘিরে তৈরি হয়েছে যে চাপানউতোর তারই মধ্যে উৎপল দাঁয়ের বদলি ঘিরে সমালোচনায় সরব এবার সব চিকিৎসক সংগঠন।
চিকিৎসক সংগঠন ও স্বাস্থ্য ভবন সূত্রে খবর, অধ্যক্ষের বদলির সঙ্গে যোগসূত্র রয়েছে সেবাশ্রয় প্রকল্পের। এদিকে তাঁর বিরুদ্ধে রয়েছে অসহযোগিতার অভিযোগ উঠেছে। সেবাশ্রয় প্রকল্পে চিকিৎসকদের না পাঠানো, শিবির থেকে রেফার হওয়া রোগীদের চিকিৎসায় গাফিলতি সংক্রান্ত অভিযোগও ছিল এই চিকিৎসকের বিরুদ্ধে। এরপর এই বদলির খবর প্রকাশ্যে আসতে এই জল্পনাতে যেন অলিখিত এক সিলমোহর পড়ে। এই ঘটনায় বঙ্গ রাজনীতিতেও শুরু হয়েছে চাপানউতোর। দানা বেঁধেছে বিতর্ক।
প্রসঙ্গত, জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে টোকাটুকির বিরুদ্ধে সরব ছিলেন উৎপল দাঁ। থ্রেট কালচারের বিরুদ্ধে সরব ছিলেন তিনি। আর সেই কারণেই প্রশ্ন উঠেছে, এই ঘটনার জেরেই এমন পদক্ষেপ কি না তা নিয়ে। এই ঘটনায় স্বাস্থ্য ভবনের সমালোচনায় মুখর জেপিডি।
এদিকে সূত্রে খবর, ডাঃ উৎপল দাঁকে বর্তমানে তাঁকে পাঠানো হয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজে। সেখানে অ্যানাটমি বিভাগের প্রফেসর হিসাবে কাজ করবেন তিনি। অধ্যক্ষের ঘনিষ্ঠ শিবিরের বক্তব্য, থ্রেট কালচারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় অসহযোগিতার মিথ্যা অভিযোগকে সামনে রেখে ‘ষড়যন্ত্র’ করা হচ্ছে। সে কারণেই ডায়মন্ড হারবারের অধ্যক্ষের পদস্খলন করা হয়েছে। যদিও পক্ষে বিপক্ষে উঠে আসছে নানা মত।