এবার অনশনে চাকরিহারারা

কসবায় প্রতিবাদ দেখাতে গিয়ে পুলিশের হাতে বেধড়ক মার খেতে হয়েছে চাকরিহারা শিক্ষকদের। বাদ যাননি মহিলারাও। পরে পুলিশের হয়ে সাফাই দিতে গিয়ে পুলিশ কমিশনার ও রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ জানিয়েছিলেন,পুলিশ সিরিয়াসলি ইনজিওরড,বাধ্য হয়ে অ্যাকশন নিয়েছিল। এরপর রাতভর এসএসসি  ভবনের সামনে প্রতিবাদ বিক্ষোভে বসেন চাকরিহারা শিক্ষকরা। বৃহস্পতিবার মহামিছিলেন ডাকা দেন তাঁরা। এরপর নিলেন আরও বড় সিদ্ধান্ত। অনশনে বসলেন চাকরিহারারা।
জানা যাচ্ছে,এসএসসি ভবনের সামনে বেলা এগারোটা থেকে অনশন বসতে চলেছেন তাঁরা। কেন এ  ঘটনার প্রতিবাদের পাশাপাশি যোগ্য-অযোগ্যদের লিস্ট পাবলিশ করতে হবে, ওএমআর-এর মিরর ইমেজ প্রকাশ করতে হবে বলে দাবি জানিয়েছেন তাঁরা। আর যতক্ষণ না তা হচ্ছে, ততক্ষণ তাঁরা অনশনে বসবেন বলে পরিষ্কার জানিয়েছেন।
এই প্রসঙ্গে বিক্ষোভরত চাকরিহারা এক শিক্ষক জানান,’আমাদের যে কর্মসূচি তার মধ্যে এটা আমরা নিয়েছি। আমাদের কয়েকজন সহযোদ্ধা অনশন করবেন। আর দাবি তো আমরা আগেই বলেছি এসএসসি-র ওয়েবসাইটে উপযুক্ত লিস্ট পাবলিশ করতে হবে। যেহেতু আমরা তেমন কোনও এই নিয়ে রেসপন্স পাইনি, তাই আমরা চিন্তা করছি আন্দোলনকে পরবর্তী স্তরে নিতে হবে। প্রথম কয়েকজন সহযোদ্ধা এই অনশন শুরু করবেন। এরপর আরও কয়েকজনের যুক্ত হওয়ার সম্ভাবনা থাকছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − six =