আরজি কর কাণ্ডের উদাহরণ তুলে মহিলা চিকিৎসককে হুমকি ভাতার স্টেট জেনারেল হাসপাতালে

কর্তব্যরত মহিলা চিকিত্‍সককে হুমকি দেওয়ার অভিযোগ সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। আরজি কর কাণ্ডকে টেনে এনে হুমকি পূর্ব বর্ধমানের ভাতার স্টেট জেনারেল হাসপাতালে। অভিযোগ দায়ের হতেই গ্রেফতার সিবিক ভলান্টিয়ারকে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম সুশান্ত রায়। ভাতার থানায় সিভিক ভলান্টিয়ার পদে কর্মরত তিনি। শনিবার রাতে ভাতার স্টেট জেনারেল হাসপাতালে ডিউটি ছিল সুশান্তের। ঘড়িতে তখন ২টো বেজে ১৫ মিনিট। অভিযোগ, হাসপাতালে এক মহিলা চিকিত্‍সকের কাছে মত্ত অবস্থায় চিকিত্‍সা করাতে যান ওই সিভিক ভলান্টিয়ার।ওই মহিলা চিকিত্‍সকের দাবি, সুশান্তের চিকিত্‍সার সমস্ত ব্যবস্থা করেছিলেন তিনি। কিন্তু হঠাত্‍-ওই সিভিক ভলান্টিয়ার তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করেন। সঙ্গে হুমকি, ‘আরজি করে কী হয়েছেন, জানেন তো’? এরপর অন্য সিভিক ভলান্টিয়াদের ডাকেন ওই মহিলা চিকিত্‍সক। ফোন নম্বর জোগাড় করে খবর দেন থানায়। এরপরই শনিবার ভাতার থানায় ডেপুটেশন দেন ভাতার স্টেট জেনারেল হাসপাতালের চিকিত্‍সক ও নার্সরা। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের শাস্তির দাবি তুলেছেন তাঁরা। খবর পেয়ে হাসপাতালে যান জেলা উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুবর্ণ গোস্বামী। তিনি বলেন, ‘মত্ত অবস্থায় একজন সিভিক ভলান্টিয়ার যে ব্যবহার করেছে, অবিলম্বে আমরা তাঁকে গ্রেফতারের দাবি জানাচ্ছি’। শেষপর্যন্ত বিকেলে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 2 =