গত দুবারের চেয়ে তিনগুণ বেশি কাজ করবো, বার্তা মোদির

‘গত দু’বারের মতো এবারে একক সংখ্যা গরিষ্ঠতা অর্জন করতে পারেনি বিজেপি। তবু গত দু’বারের চেয়ে এবারে অন্তত তিনগুণ বেশি কাজ করবে তাঁর সরকার।’ প্রধানমন্ত্রী হিসেবে হ্যাটট্রিক করার পর রবিবার ফের ‘মন কি বাত’ অনুষ্ঠান শুরুতেই এমনটাই জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলেন, ‘২০১৪, ২০১৯ এর পর ২০২৪ সালেও দেশকে সেবা করার সুযোগ করে দেওয়ার জন্য সমস্ত দেশবাসীকে অভিনন্দন। আমি কথা দিচ্ছি, গত দু’বারের চেয়েও এবারে আমরা তিনগুণ বেশি কাজ করব।’ এই প্রসঙ্গেই নাম না করে বিরোধীদের কটাক্ষ করে মোদি বলেন, ‘শুধু মুখে বড় বড় ডায়লগ দিলে হবে না, মানুষ কাজ চায় । তাই যাঁরা কাজ করে, মানুষ তাঁদেরকেই ক্ষমতায় ফিরিয়ে আনে।’ একইসঙ্গে এ দাবিও করেন, ২০২৪ সালের নির্বাচন ছিল বিশ্বের সবচেয়ে বড় নির্বাচন।  দেশের ৬৫ কোটি মানুষ এই নির্বাচনে ভোট দিয়েছেন। দেশের গণতন্ত্র এবং সংবিধানের প্রতি গভীর আস্থা বজায় রেখেছেন আপনারা সকলে। তার জন্য সকল দেশবাসীকে ধন্যবাদ। ২০২৪ সালের লোকসভা নির্বাচন ছিল বিশ্বের বৃহত্তম। আর কোনও দেশে কখনও এমন নির্বাচন হয়নি যেখানে ৬৫ কোটি মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন শুরুতেই বলেন, ‘হয়তো কয়েকমাস মন কি বাত রেডিয়ো অনুষ্ঠানটি বন্ধ ছিল। তবে সমাজের জন্য আপনাদের নিঃস্বার্থভাবে কাজ করার প্রচেষ্টা জারি ছিল।’ এই প্রসঙ্গে বলে রাখা শ্রেয়, এদিন ছিল ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১১১তম পর্ব। উল্লেখ্য, লোকসভা ভোট ২০২৪-এর ঘোষণা হয় গত ১৬ মার্চ। তারপরই লাগু হয়ে যায় আদর্শ আচরণবিধি। ফলে সেই থেকে লাগাতার তিনমাস ভোট প্রক্রিয়ার কারণে বন্ধ ছিল প্রধানমন্ত্রী রেডিয়ো শো, ‘মন কি বাত’। ‘মন কি বাত’-এর ১১০ তম পর্বে মোদি জানান, “সামনেই লোকসভা ভোট। মার্চ মাসেই দেশে নির্বাচনীবিধি কার্যকর হবে। তাই আগামী তিন মাস মন কি বাত সম্প্রচার হবে না।” অবশেষে আজ মোদি ফের রেডিও অনুষ্ঠানে যোগ দিলেন। আর প্রথম দিনই তাঁর মুখে উঠে এল সংস্কৃত শ্লোক ‘ইতি বিদা পুনর্মিলনায়।’ তিনি বলেন, ‘এই বাক্যটির অর্থ বড়ই মধুর। এর অর্থই আমি বিদায় নিচ্ছি, তবে ফিরে আসার জন্য। ফেব্রুয়ারি মাসে বলেছিলাম নির্বাচনের সময়ে আপনাদের সঙ্গে কথা বলতে পারব না। ভোট শেষ হতেই ফের আপনাদের কাছে চলে এলাম।’

এদিন মোদির কাছে শোনা গেল ‘এক পেড় মা কে নাম’ প্রকল্পের কথাও। গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে নতুন প্রকল্পের সূচনা করেছেন মোদি। এদিন সেই প্রসঙ্গেই তাঁকে বলতে শোনা যায়, ”যদি আমি আপনাদের কাছে জানতে চাই, পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পর্ক কোনটা? তাহলে আপনারা নিশ্চয়ই বলবেন, মা। আমরা মাকে কিছু দিতে তো পারি না। কিন্তু কিছু করতে তো পারি? এই ভাবনা থেকেই এক বিশেষ অভিযান শুরু করা হয়েছে।  এদিনের অনুষ্ঠানে তারই রেশ ধরে প্রধানমন্ত্রী মায়ের প্রতি বিশেষ শ্রদ্ধা জানিয়ে মোদি বলেন, ‘মায়ের নামে একটি গাছ লাগাতে হবে। আমি আমার মায়ের নামে একটি গাছ লাগিয়েছি। আপনারাও প্রত্যেকে নিজের মাকে সঙ্গে নিয়ে বা মায়ের নামে একটি করে গাছ লাগান। মাতৃভূমির যত্ন নিন। তিনিও আমাদের মায়ের মতো যত্ন নেবেন।’ এরই রেশ ধরে মোদি স্মরণ করিয়েও দেন, পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পর্ক হল সন্তানের প্রতি মায়ের স্নেহ-দরদ। সকলের জীবনে মায়ের মর্যাদা সব থেকে বেশি। তিনি দুঃখ কষ্ট সহ্য করেও তাঁর সন্তানকে লালন-পালন করেন। মোদির কথায়, ‘জন্মদাত্রী মায়ের এই ভালবাসার মতোই মাতৃভূমির ঋণও আমরা কেউ শোধ করতে পারবে না। তাই সকলকে মায়ের মতো করে মাতৃভূমির প্রতি যত্নশীল হতে হবে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × one =