বসন্তের মধ্যেই নতুন খেলা বৃষ্টি-ঝড়ের। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে তাপমাত্রাও বেশ কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এদিকে জেলায় জেলায় চলছে ঝড় বৃষ্টির দাপট। তুমুল বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা।
শুক্রবার সকালের দিকে রোদের দেখা মিললেও মাঝে মধ্যেই মেঘলা আকাশে ঢাকছে জেলার বিভিন্ন প্রান্ত। বিক্ষিপ্তভাবে একাধিক জায়গায় বৃষ্টিও হচ্ছে। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম।
সব মিলিয়ে এক ঝটকায় অনেকখানি পরিবর্তন হচ্ছে আবহাওয়ার। গোটা রাজ্যের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির পূর্বাভাস। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে চলেছে বলে পূর্বাভাস মিলেছে। এছাড়াও দক্ষিণের অন্যান্য জেলাগুলি যেমন বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। টানা বৃষ্টি চলছে উত্তরবঙ্গে। যার ফলে শীতের আমেজ বেশ খানিকটা রয়েছে উত্তরে জেলাগুলিতে। এদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়িতে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলা বৃষ্টিও হতে পারে। আগামী ২৪ ঘণ্টার জন্য উত্তরের জেলা গুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকছে উত্তরে। বৃষ্টি যেন কোনওভাবেই পিছু ছাড়ছে না বঙ্গবাসীর। বসন্তের আমেজ উপভোগ করার আগেই ফের বৃষ্টির খেলা চলছে গোটা বঙ্গ জুড়ে। অকাল বৃষ্টির দাপটে নাজেহাল দক্ষিণবঙ্গ।