জনসাধারণের সহানুভূতি হারাচ্ছেন তিলোত্তমার মা-বাবাঃ কুণাল

‘অকারণে মানুষের সহানুভূতি হারাচ্ছেন তিলোত্তমার মা বাবা।শনিবারে আন্দোলনের অভিমুখ দেখে এমনটাই জানালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। একইঙ্গে বিজেপিকেও একহাত নিতে ছাড়েননি তিনি। রাখির দিনে কেন আন্দোলন সেই প্রশ্নও তুলে দিলেন এদিন। সাংবাদিক বৈঠক থেকে নবান্ন অভিযান নিয়ে ঝাঁঝাল স্বরে বললেন, ‘ আন্দোলনে লোকই নেই। ৮০ থেকে ১০০টা লোক। এদিকওদিক থেকে কুড়িয়েবাড়িয়ে ৫৩০টা লোক।’ সঙ্গে এ প্রশ্নও তুললেন যাঁরা পবিত্র রাখির দিনে রাজনৈতিক উদ্দেশ্যে গন্ডগোল করতে চায় তাঁরা কে তা নিয়েও। সঙ্গে কটাক্ষের সুরে জানান, ‘এঁরা মুখে বলবে সনাতনী! রাখির দিন নবান্ন চলো! শুনেছেন কখনও। চূড়ান্ত ফ্লোপ, দিশেহারা একটা কর্মসূচি। কিছু মুখোশধারী নাটক করতে গিয়েছিল কিছু অতিথি শিল্পীকে নিয়ে।’ 

এদিন সাংবাদিক বৈঠকে কেন নবান্ন অভিযান, কেন সিজিও অভিযান নয় সেই প্রশ্ন তুলতে থাকেন কুণাল। একইসঙ্গে কেন তিলোত্তমার মাবাবা বিজেপির কর্মসূচিতে সেই প্রশ্নও তুলে দিয়েছেন কুণাল। তাঁর স্পষ্ট কথা, ‘তদন্ত করছে সিবিআই, ক্ষোভ নাকি সিবিআইয়ের বিরুদ্ধে, সিবিআই নিয়ন্ত্রণ করে বিজেপি, আর বিজেপিকে নিয়ে নবান্ন অভিযান? গেলেন কী করে? আপনাদের তো সিজিও যাওয়া উচিত ছিল। একটা সীমা থাকবে তো সব কিছুর!’ তবে কুণাল এরপর জানান, ‘তিলোত্তমার মাবাবার প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধাসম্মান আছে। কিন্তু বিজেপি তাঁদের রাস্তায় নামিয়ে পুলিশের মুখে ঢেলে দিয়ে নিজেরা ধস্তাধস্তি করে নাটক করল। তিলোত্তমার মা, বাবা যদি কোথাও আহত হয়ে থাকেন তাহলে তাঁদের প্রতি পূর্ণ সহনাভূতি থাকছে। কিন্তু তাঁদের আবেগকে নিয়ে রাজনীতি যাঁরা করেছে আমরা তাঁদের বিরোধিতা করছি।’  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − two =