আবারও পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুললেন তিলোত্তমার বাবা। ৯ অগাস্ট ঘটনার দিন কী কী ঘটেছিল, সে সব এদিন উল্লেখ করেন তিলোত্তমার বাবা। কীভাবে পুলিশ তাঁকে মেয়ের সৎকারে বাধ্য করেছিল, সেই অভিযোগও সামনে আনেন। এছাড়া, তিলোত্তমার বাবার আরও অভিযোগ, মেয়ের মৃত্যুর রাতে তাঁকে আলাদা ঘরে ডেকে টাকা দিতে চেয়েছিল পুলিশ। তিনি বলেন, আমার ঘরে যখন আমার মেয়ের দেহ শোয়ানো। তখন পাশের ঘরে ডেকে নিয়ে গিয়ে ডিসি সেন্ট্রাল আমাকে টাকা দিতে চেয়েছিলেন। তখনই আমি যা উত্তর দেওয়ার দিয়ে দিয়েছিলাম। শুধু তাই নয়, তিলোত্তমার বাবার আরও অভিযোগ, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বারবার মিথ্যা কথা বলছেন।
তাঁর এই অভিযোগে সরব হয়েছেন বিরোধীরা। রাজনীতিক, চিকিৎসক থেকে সাধারণ মানুষ প্রশ্ন তুলেছেন, ঘটনা ধামাচাপা দেওয়ার জন্যই এই টাকা দেওয়ার চেষ্টা হয়েছিল কি না তা নিয়ে। এছাড়া, নির্যাতিতার বাবার দাবি, ঘটনার দিন চাননি মেয়েকে দ্রুত দাহ করা হোক। কিন্তু থানায় ও তাঁর বাড়িতে যেভাবে ৩০০-৪০০ করে পুলিশ ঘিরে রেখেছিল, তারপর আর কিছু করার ছিল না তাঁর। সেই কারণেই রাতে দাহ করতে বাধ্য হন বলে জানান তিনি।