তিলোত্তমার কাকা পরিচয় দিয়ে হুমকি দিয়েছিল ডাক্তারকে, বিস্ফোরক উক্তি ময়নাতদন্তকারী চিকিত্সকের

আরজি কর কাণ্ডে চাঞ্চল্যকর দাবি তিলোত্তমার ময়নাতদন্তকারী চিকিৎসকের। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবে রবিবার সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছিলেন ফরেন্সিক বিশেষজ্ঞ অপূর্ব বিশ্বাস। তাঁর দাবি, সেদিন তিলোত্তমার কাকা পরিচয় দিয়ে একজন তাঁকে দ্রুত ময়নাতদন্ত করার কথা বলেছিলেন। একইসঙ্গে এ হুমকিও দিয়েছিলেন, না হলে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার।

রবিবার তিলোত্তমার পোস্টমর্টেমে গঠিত বোর্ডের সদস্য অপূর্ব বিশ্বাস এবং তিনজনকে সিবিআই জিজ্ঞাসাবাদ করে। সেখান থেকে বেরিয়ে অপূর্ব বিশ্বাস অভিযোগ করেন, ‘মেয়ের কাকা পরিচয় দিয়ে একজন বলেছিলেন, ওইদিন পোস্ট মর্টেম না হলে রক্তগঙ্গা বইয়ে দেবে। বাড়ির লোকই বলেছিল তাড়াতাড়ি করতে। পেপার আসতে দেরি হওয়ার কারণে একটু দেরি হয়। ওনার আত্মীয় একজন আমাকে এক্স কাউন্সিলরও পরিচয় দিয়েছিলেন। রক্তের সম্পর্ক না হলেও বাইরের কেউ। পোস্ট মর্টেম ওদিনই করতে হবে বলেছিলেন।

এই প্রসঙ্গে আরজি করের ফরেন্সিক মেডিসিনের প্রধান অপূর্ব বিশ্বাস। তিলোত্তমার ময়নাতদন্তে যে তিনজন চিকিৎসক ছিলেন, তাঁদের মধ্যে একজন। বেশ কয়েকবার তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × two =