আজ রাস পূর্ণিমা, গুরু নানক জয়ন্তী। সেই উপলক্ষে ছুটি স্কুল, কলেজ ও সরকারি তবে বেসরকারি সংস্থা হোক বা ব্যবসা সোমবার কাজের দিনে কর্মক্ষেত্রের উদ্দেশে বেরোতে হচ্ছে সিংহভাগ শহরবাসীকেই। তবে বাড়ির বাইরে বেরনোর আগে জেনে নেওয়া যাক শহরের রাস্তার হাল।
শহরের রাজপথে সোমবার একাধিক কর্মসূচির কথা জানিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ। বিকেলে রয়েছে এএফসি কাপের খেলাও। যার জেরে প্রভাব পড়তে পারে শহরে যান চলাচলে। তবে সরকারি অফিস সহ স্কুল, কলেজেও ছুটি থাকায় অন্যদিনের থেকে ফাঁকা শহরের পথঘাট। গাড়ির সংখ্যা সামান্য কম। বাসেও নেই তেমন ভিড়। ট্রাফিক কন্ট্রোলরুম সূত্রে খবর, সোমবার সকালে একদম স্বাভাবিক যান চলাচল। কোথাও কোনও দুর্ঘটনার খবর নেই।
এদিকে ট্রাফিক পুলিশ সূত্রে খবর, এদিন শহরে একাধিক কর্মসূচি রয়েছে। রাস পূর্ণিমা উপলক্ষে শহরের পথে একাধিক রাস শোভাযাত্রা বেরনোর কথাও রয়েছে। এই শোভাযাত্রাগুলি দেখতে নির্দিষ্ট রাস্তার দুপারে ভিড় জমিয়ে অপেক্ষা করেন মানুষ। এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ একটি শোভাযাত্রা বের হবে ১৩৯ নম্বর কটন স্ট্রিট, বদ্রীদাস মন্দির থেকে। সেই শোভাযাত্রা রবীন্দ্র সরণী, বিডন স্ট্রিট, এপিসি রোড, নিরোদ বিহারী মল্লিক রোড হয়ে ঘুরে আবার ফিরে আসবে বদ্রীনাথ মন্দিরে। এই শোভাযাত্রা চলাকালীন এই রাস্তায় বন্ধ থাকবে যান চলাচল। প্রয়োজন মতো যান ঘুরিয়ে ট্রাফিক সচল রাখতে সচেষ্ট পুলিশ। কিন্তু ভোগান্তি এড়াতে ওই রাস্তা দুপুর পর্যন্ত এড়িয়ে যাওয়াই ভালো।
অন্য একটি শোভাযাত্রা বের হবে বেলা ১১টা নাগাদ বাইস্যাক লেন থেকে। বেলগাছিয়া রোড, স্যার হরিরাম গোয়েঙ্কা স্ট্রিট, রবীন্দ্র সরণী, অরবিন্দ সরণী, বিধান সরণী, শ্যামবাজার পাঁচ মাথার মোড় হয়ে আর জি কর রোড হয়ে ফের ফিরবে বেলগাছিয়া রোডে। এই শোভাযাত্রার কারণেও ট্রাফিকে প্রভাব পড়ার ব্যাপক সম্ভাবনা। গড়িয়াহাট ক্রসিং থেকে বিকেল পাঁচটায় একটি প্রতিবাদ মিছিল বেরিয়ে দেশপ্রিয় পার্ক হয়ে আসবে রাসবিহারী ক্রসিংয়ে। এর জেরে বিকেলের দিকে গড়িয়াহাট অঞ্চলে গেলে হতে পারে ভোগান্তি। তবে যান চলাচল সচল রাখতে বিকল্প পরিকল্পনা তৈরি রেখেছে কলকাতা ট্রাফিক পুলিশ। এছাড়া শহিদ মিনার চত্বরে চলছে দুদিনের অবস্থান বিক্ষোভ। বিকেলে সল্টলেক স্টেডিয়ামে রয়েছে এএফসি কাপের ম্যাচ। সেই ম্যাচ দেখতে স্টেডিয়াম মুখী হবেন অনেকেই। বিকেলে ম্যাচ শুরুর আগে ওই এলাকায় বাড়তে পারে গাড়ির চাপ।