হাওড়া-বর্ধমান লাইনে এক মাসেরও বেশি সময় ব্য়াহত হবে ট্রেন চলাচল

হাওড়া-বর্ধমান মেন লাইনে এক মাসেরও বেশি সময় ধরে ব্যাহত হবে ট্রেন চলাচল। কারণ, পূর্ব রেল সূত্রে খবর, ওই লাইনের ব্যান্ডেল-শক্তিগড় শাখার আদি সপ্তগ্রাম স্টেশনের উপর উড়ালপুল নির্মাণ করছে রেল। সেই কারণে ২০ জুলাই থেকে ২৪ অগাস্ট পর্যন্ত ওই দুই স্টেশনের মাঝখানে থাকা লেভেল ক্রসিংগুলো খোলা থাকবে। তারই ফলে এই এক মাসেরও বেশি সময়ে বেশ কিছু লোকাল ট্রেন ও কিছু প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হবে। দূরপাল্লার কোনও কোনও ট্রেনকে বিকল্প পথে নিয়ে যাওয়া হবে। পাশাপাশিকিছু দূরপাল্লার ট্রেনের গতি নিয়ন্ত্রণ করা হতে পারে।
তবে পূর্ব রেল সূত্রে এটাও জানানো হয়েছে,নির্দিষ্ট কোনও লোকাল ট্রেন টানা বাতিল করা হবে না। ঘুরিয়ে-ফিরিয়ে বিভিন্ন ট্রেন নির্দিষ্ট কিছু দিনের জন্য বাতিল করা হবে। কোন ট্রেন কবে কোন সময়ে বাতিল থাকবে,তা আগাম বিজ্ঞাপন দিয়ে জানিয়ে দেবে রেল। আপাতত পরিকল্পনা নেওযা হয়েছে, ২০ জুলাই থেকে ৬ অগাস্ট পর্যন্ত হাওড়া-আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস বাতিল করা হতে পারে। নির্দিষ্ট কিছু সময়ের জন্য হাওড়া-মোকামা এক্সপ্রেস হাওড়া স্টেশন থেকে রাত ১১টা ২০ মিনিটের বদলে রাত পৌনে ১২টায় ছাড়বে। ট্রেনটি হাওড়া-বর্ধমান কর্ড লাইন দিয়ে যাতায়াত করবে। ওই সময়ে শিয়ালদহ-মালদা গৌড় এক্সপ্রেস নৈহাটি-ব্যান্ডেল-কাটোয়া-আজিমগঞ্জ রুট দিয়ে যাবে। একই সময়ে মোকামা-হাওড়া এক্সপ্রেস হাওড়া-বর্ধমান কর্ড লাইন দিয়ে চলবে। এছাড়াও, আজমগড়-কলকাতা এক্সপ্রেস, রক্সৌল-হাওড়া মিথিলা এক্সপ্রেস, বালিয়া-শিয়ালদহ এক্সপ্রেস-সহ বেশ কিছু দূরপাল্লার ট্রেনের গতি কিছু সময়ের জন্য নিয়ন্ত্রণ করা হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + eighteen =