দক্ষিণ কলকাতায় বিজেপির ব্যানার ছেঁড়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

খোদ কলকাতা শহরের বিজেপির ব্যানার ছেড়ার অভিযোগ। মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র তথা কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর ব্যানার-পোস্টার ছেঁড়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। বঙ্গ বিজেপি শিবির থেকে অভিযোগ, নববর্ষের আগের দিন রাতে খোদ মুখ্যমন্ত্রী বাড়ির অদূরে কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর বেশ কয়েকটি নববর্ষের শুভেচ্ছা এবং প্রচারের ব্যানার ছিঁড়ে ফেলা হয়। আর শুভেচ্ছা আর প্রচারের ব্যানার ছিঁড়ে ফেলার ব্য়াপারে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী অভিযোগের আঙুল তোলেন তৃণমূলের বিরুদ্ধেই। এই ঘটনায় দেবশ্রী চৌধুরী এও জানান, তৃণমূল সৈনিকরা কলকাতা দক্ষিণকে মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় বলে দাবি করলেও তারা তাঁকে ভয় পেয়েছেন ।

এদিকে বঙ্গ বিজেপি সূত্রে খবর, যদুবাবু বাজার সংলগ্ন এলাকায় পরপর বেশ কয়েকটি ব্যানার সম্পূর্ণ ছিঁড়ে ফেলা হয়েছে।  রাস্তার দু’ধারে এই ব্যানারগুলিকে কার্যত ছিঁড়ে ফেলা হয়েছে। যদিও এই ঘটনায় কলকাতা দক্ষিণের তৃণমূল প্রার্থী মালা রায় যাবতীয় অভিযোগ অস্বীকার করে উল্টে আঙুল তোলেন বিজেপির দিকেই। মালা রায়ের দাবি, গোষ্ঠীদ্বন্দ্বের কারণে বিজেপি কর্মী সমর্থক রায় নিজেদের প্রার্থীর ব্যানার ছিঁড়ে দিয়েছে। এই প্রসঙ্গে মালা রায় এও জানান, ‘তৃণমূল করেছে এটা কি নিজে চোখে দেখেছেন? ওরা নিজেরাই ছিঁড়ে ফেলছে। আসলে প্রচারে আসতে চাইছেন। তদন্ত ছাড়াই উনি বলে দিলেন কীভাবে তৃণমূল ছিড়েছে? এটা বোঝাতে চাইছেন যে দক্ষিণ কলকাতায় এসে ওনাকে হেনস্থার শিকার হতে হয়েছে। এটা অবাস্তব।’ প্রত্যুত্তরে দেবশ্রী চৌধুরী কটাক্ষের সুরে জানান, ‘প্রতিটি নির্বাচনে ওরা দাবি করে ৪২ এ ৪২। তবে ২০২৪-এর লোকসভা নির্বাচনের পরে হাঁড়ি মাথায় করে নাচা ছাড়া আর উপায় নেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 1 =