পঞ্চায়েত নির্বাচনে যেোখন সবুজ ঝড়ে যেখানে খড়কুটোর মতো উড়ে গেছে বিরোধী শিবিরের প্রার্থীরা ঠিক তেমনই এক প্রেক্ষিতে ছাপ্পা ভোটের সুবাদে হার হয়েছে শাসকদলের প্রার্থীর। এমনই এক অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ আইনজীবী প্রিয়া নন্দী। সূত্রে খবর,মালদার শ্রীপুর ১ নাম্বার পঞ্চায়েতে হেরে গিয়েছেন তৃণমূল প্রার্থী হাবিবুর রহমান । ৭৩ ভোটে জয়ী হয়েছেন কংগ্রেসের মহম্মদ মেহতাব শেখ। অভিযোগ, ভোটার স্লিপ অনুযায়ী ভোটের দিন অর্থাৎ ৮ জুন ওই বুথে ১০০১ টা ভোট পড়েছে। এদিকে ব্যালট বক্স খোলার পর ব্যালট খুলে হিসাব করতে গিয়ে দেখা গেল মোট ৬২ টি ভোট বেশি পড়ছে। এর মধ্যেকংগ্রেস পেয়েছে ৫৪৭টি ভোট। তৃণমূল পেয়েছে ৪৫৬টি ভোট। সিপিএমের ঝুলিতে ৮টি ভোট এবং নির্দলরা পেয়েছেন দুটি ভোট। অর্থাৎ মোট ১০১২টি ভোট। এদিকে বাতিল হয়েছে আরও ৫০টি ভোট। অতএব মোট ৬২টি ভোট বাড়তি। এরপরই সিদ্ধান্ত নেওয়া হয় আদালতে মামলা দায়ের করার। এরপরই মঙ্গলবার আইনজীবী প্রিয়া নন্দী প্রশ্ন তোলেন, ‘কী করে একটা এত বেশি ভোট হয়! একটা ভোটও বেশি হলে সেটা বেআইনি।’ ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে দায়ের মামলা। বুধবার মামলার শুনানি।
উল্লেখ্য, মালদা জেলা জুড়ে রয়েছে ১৫ টি ব্লক। জেলার ১৪৬ টা গ্রাম পঞ্চায়েতে রয়েছে ৩১৮৬ আসন, ১৫ টি পঞ্চায়েত সমিতিতে ৪৩৬ টি আসন ও মালদা জেলা পরিষদে আসন সংখ্যা ৪৩ টি। জেলার সিংহভাগ আসনেই জয়ী তৃণমূল। দ্বিতীয় স্থানে বিজেপি। কয়েকটি বুথে জয়ী কংগ্রেসও।