প্রকাশ্যে তৃণমূল ছাত্র পরিষদের দলীয় পতাকায় আগুন, অভিযোগ আরএসএফের বিরুদ্ধে

শিক্ষামন্ত্রীর ব্রাত্য বসুর গাড়ির চাকায় আঘাতের পর ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইন্দ্রানুজ রায়। প্রকাশ্যে তৃণমূল ছাত্র পরিষদের দলীয় পতাকায় আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ আরএসএফের ওই সদস্যের বিরুদ্ধে।
তৃণমূল ছাত্র পরিষদের পতাকায় আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় যাদবপুর বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে যাদবপুর থানায় অভিযোগ দায়ের। অভিযোগ পত্রে উল্লেখ আরএসএফের ইন্দ্রানুজ রায়, উজান, অর্ঘজিত বন্দ্যোপাধ্যায় এবং অভিনব দাসের নাম। এদের মধ্যে অর্ঘজিত বন্দ্যোপাধ্যায় স্কুলের পড়ুয়া বলে উল্লেখ অভিযোগ পত্রে।
তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের চার নম্বর গেটের কাছে পতাকায় আগুন লাগানো হয়। তাঁদের দাবি, ওই ঘটনা ঘটিয়েছেন ইন্দ্রানুজ রায়। ঘটনা প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি কিশলয় রায়ের অভিযোগ, ‘আমাদের তৃণমূল ছাত্র পরিষদের পতাকায় আগুন লাগিয়েছে ইন্দ্রানুজ রায়। প্রকাশ্যে এই ঘটনা ঘটানো হয়েছে। বারবার এই গুন্ডামি সহ্য করা হবে না। যে শাসনের বা প্রতিবাদের কথা ওরা বলে, সেই একই পথে এবার ব্যবস্থা হতেই পারে।’
এদিকে এই প্রসঙ্গে অভিযুক্ত ইন্দ্রানুজ রায় অবশ্য জানান, ‘তৃণমূল ছাত্র পরিষদের পতাকায় আমাদের তরফে আগুন দেওয়া হয়েছে এটা সত্যি।’ কিন্তু অন্য রাজনৈতিক সংগঠনের পতাকায় এভাবে আগুন লাগানো যায়? এই প্রশ্নের উত্তরে ইন্দ্রানুজের দাবি, ‘শুধু মুখে গণতন্ত্রের কথা না বলে যদি সেরকম কাজ করত ওরা, তাহলে আমরা গণতন্ত্রের ভাষায় কথা বলতাম। কিন্তু তারা মারার চেষ্টা করেও পার পেয়ে যাবে। বিরোধী মনোভাবাপন্ন ছাত্রদের প্রতিবাদের মাশুল হিসেবে নোটিশ পাঠাবে! তার প্রতিবাদ হিসেবে এছাড়া কোনও উপায় দেখি না। ওই ছাত্রের আরও দাবি, ‘অন্যান্য সংগঠনের কর্মীদের গায়ে জল ঢালছে, হুমকি দিচ্ছে। তাদের লেখালিখি ছিঁড়ে দিচ্ছে। তখন আমরা প্রতীকী হিসেবে তাদের পতাকা পুড়িয়েছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + twenty =