এক বৃদ্ধার সঙ্গে প্রতারণার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে। অভিযোগ জমি দখলের। ওই বৃদ্ধার জমি কেড়ে নিয়েছেন দমদম পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বেবি মণ্ডলের স্বামী জলিল মণ্ডল। এই প্রসঙ্গে বলে রাখা শ্রেয়, জলিল নিজেও প্রাক্তন কাউন্সিলর।
ছকিনা বিবি নামে ওই বৃদ্ধার অভিযোগ, দমদম পুরসভার ২ নম্বর ওয়ার্ডের সাঁপুই পাড়া এলাকায় প্রায় ১৮ কাঠা জমি রয়েছে। সেই জমি দখল করে ঘর বানিয়ে বসানো হয়েছে ভাড়াটে। ছকিনা বিবি জানান, ‘জমিটা আমার মায়ের। সবটা নিয়ে খাচ্ছে জলিল মণ্ডল। সবার কাছে গিয়েছি। বলে কেস করতে। আমরা গরিব মানুষ। কতদিন কেস চালাব? খেতে পাই না।’ এলাকার ভাড়াটেরাও বলছেন, ‘জলিলদাকে ভাড়ার টাকা দিই। এ জমি তো জলিলদারই। ৩ হাজার টাকা ঘরভাড়া দিই।’
এদিকে তৃণমূল কাউন্সিলর বেবি মণ্ডল তাঁর স্বামীর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মানতে নারাজ। তৃণমূল কাউন্সিলর বেবি মণ্ডল জানান, ‘ওরা বাজে কথা বলছে, মিথ্যা কথা। এই জমিটা বহু পুরনো।’ জানা গিয়েছে, এই জমি নিয়ে মামলাও হয়েছে। বিচারাধীন বিধাননগর আদালতে। তাহলে আইনি জটিলতায় থাকা জমিতে ঘর উঠে গেল, ভাড়া বসে গেল কীভাবে সে জবাব অবশ্য দিতে পারেননি বেবি।
এ নিয়ে দমদম পুরসভার পুরপ্রধান হরেন্দ্র সিং বলেন, ‘আমার কাছে কোনও অভিযোগ আসেনি। স্থানীয় মানুষজন একজনও আমার কাছে এসে বলেননি। অভিযোগ পেলে আইনি যা ব্যবস্থা নেওয়ার নেব।’