রাজ্যপালের বিরুদ্ধে বড়সড় আন্দোলনে তৃণমূলের শিক্ষাসেল

শ্লীলতাহানির পর ধর্ষণের মতো গুরুতর অভিযোগ উঠছে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে। এরই প্রতিবাদে এবার পথে নামতে চলছে তৃণমূলের শিক্ষাসেল। তৃণমূলের শিক্ষাসেলের তরফ থেকে শুক্রবার রাজভবন অভিযানের ডাকও দেওয়া হয়েছে। এর আগেই যৌন নিগ্রহ বিতর্কে রাজ্যপালের পদত্যাগের দাবিতে সরব রাজ্যের শাসকদল।

এই প্রসঙ্গে ওয়েবকুপার সদস্য মণিশঙ্কর মণ্ডল জানান, ‘রাজ্যপালের পদত্যাগের দাবিতে আমরা রাজভবন অভিযান করব। সেই অনুমতি নেওয়ার জন্য আমরা কলকাতা পুলিশের দ্বারস্থ হয়েছিলাম। আইন মেনে ধর্মতলা ওয়াই চ্যানেলে জমায়েত করে আগামী দিন রাজভবন অভিযান করব।’

অন্যদিকে এই ঘটনায় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, ‘আসল কোনও শিক্ষক যাবে না। কিছু জালি মাল যেতে পারে। তৃণমূলের মতো ছিন্নমূল দলকে শেষ করার জন্য রাজ্যপাল ও রাজভবন যথেষ্ট। এটা নিয়ে আমাদের নাক গলানোর দরকার নেই।’ এরই পাশাপাশি বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘এটা নোংরা রাজনীতি। মুখ্যমন্ত্রী সেটাকে রাস্তায় নিয়ে আসছেন।’ যদিও এই নিয়ে মন্তব্য করতে চাননি রাজ্যপাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 3 =