এলাকা দখল নিয়ে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। ঘটনাস্থল, নারকেলডাঙ্গা থানা এলাকায় কাইজার স্ট্রিট। বেশ কিছুদিন ধরে সেখানে চলছে বিধায়ক পরেশ পাল ও কাউন্সিলর শচিন সিং গোষ্ঠীর মধ্যে এই দ্বন্দ্ব। তবে বুধবারের ঘটনায় আহত দুই পক্ষের বেশ কয়েকজন। আহতরা চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, কাইজার স্ট্রিটে কয়েকজন যুবক বসে কথা বলছিলেন। সেও সময় ৩৬ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শচিন সিংয়ের অনুগামীরা এসে অতর্কিতে পিছন থেকে হামলা চালায় বলে অভিযোগ। কোনও রকমের প্ররোচনা ছাড়াই হামলা চলে বলে অভিযোগ। বন্দুকের বাট ও চপার দিয়ে আক্রমণ চালানো হয় বলে অভিযোগ। ওই পরিস্থিতির মাঝে পড়ে এক বৃদ্ধাও আক্রান্ত হন বলে অভিযোগ।
এদিকে স্থানীয়দের অভিযোগ, কাউন্সিলর শচীন সিংয়ের এই অনুগামীরা নানা সমাজবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত। আক্রান্তরা প্রত্যেকেই এলাকার বিধায়ক পরেশ পালের অনুগামী বলে দাবি।
আক্রান্তদের তরফ থেকে জানানো হয়েছে, ‘হঠাত্-ই কয়েকটা ছেলে এসে বন্দুকের বাট আর ডান্ডা দিয়ে মারল। এর সব শচিনের দলের।’ এই ঘটনায় কাউন্সিলরের পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।