চার কেন্দ্রেই এগিয়ে তৃণমূল

সকাল ৮টা থেকে শুরু বিধানসভা উপ নির্বাচনের ভোট গণনা। গণনাকেন্দ্রগুলিতে রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা। রায়গঞ্জে ২ টি কাউন্টিং হলে হচ্ছে ১০ রাউন্ড গণনা, বাগদায় ২ টি কাউন্টিং হলে ১৩ রাউন্ড গণনা, রানাঘাট দক্ষিণে ২ টি কাউন্টিং হলে হবে ১০ রাউন্ড গণনা, মানিকতলায় ৩ টি কাউন্টিং হলে হচ্ছে ১৩ রাউন্ড গণনা।

মানিকতলায় ২০টি রাউন্ড গণনা চলছে। মোট ১৪ টি টেবিল রয়েছে। ২৭৭ পোলিং বুথ ছিল। মোট ৪ টি হলে গণনা চলছে। প্রথম তিনটি হলে হবে ইভিএম গণনা। চার নম্বর হলে হবে পোস্টাল ব্যালট গণনা।

৪ কেন্দ্রেই আপাতত এগিয়ে তৃণমূল কংগ্রেস।

প্রথম রাউন্ডে ৩১৮০ ভোট পেয়েছেন সুপ্তি পাণ্ডে, ৯২৯ ভোট পেয়েছেন কল্যাণ চৌবে। ২২৫১ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী।

দ্বিতীয় রাউন্ডের শেষে বাগদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর ২২০০-র বেশি ভোটে এগিয়ে রয়েছে।

রায়গঞ্জে বিধানসভা কেন্দ্রে দ্বিতীয় রাউন্ডের শেষে ১৬,০৯৫ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী।

রানাঘাট দক্ষিণে দ্বিতীয় রাউন্ডের শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারী ২,১৬৮ ভোটে এগিয়ে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 5 =