রিপোর্ট বলছে ভুয়ো জবকার্ড বাতিলের শীর্ষ সারিতে রয়েছে বিহার, উত্তর প্রদেশ, ওড়িশা, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, অসম, গুজরাতের মতো বিজেপি শাসিত বা বিজেপির সহযোগী রাজ্যগুলি। কিন্তু ভুয়ো জবকার্ডের কারণ দেখিয়ে শুধুমাত্র পশ্চিমবঙ্গের টাকাই আটকে রাখা হয়েছে। এর জবাব এবার কেন্দ্রের কাছ থেকে জানতে চায় বাংলার শাসকদল। বাংলার প্রাপ্য যদি আটকে রাখা হয়, তাহলে উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, ওড়িশা, অন্ধ্র প্রদেশের কেন তহবিল বন্ধ করা হল না তা নিয়ে প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল। আর সেই কারণেই রাজ্যওয়াড়ি ভুয়ো জবকার্ড বাতিলের তালিকা দেখিয়ে এবার পথে নামার প্রস্তুতি নিচ্ছে তৃণমূল কংগ্রেস। এই ইস্যুতে রাজ্যসভার প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে একটা তালিকাও পোস্ট করেন। সেখানে ২০১৯-২০ থেকে ২০২৪-এর ৩০ জুলাই পর্যন্ত ভুয়ো জবকার্ড বাতিলের তালিকা রয়েছে। সেই তালিকায় দেখা গিয়েছে পশ্চিমবঙ্গের থেকে ভুয়ো জবকার্ড বাতিলে অনেক এগিয়ে রয়েছে উত্তরপ্রদেশ, বিহার, ওড়িশা, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ। তারপরও শুধু বাংলার প্রাপ্য আটকেই ক্ষান্ত কেন্দ্র। এদিকে অন্য রাজ্যের ক্ষেত্রে টাকা আটকানো হয়নি। বঞ্চনা শুধু বাংলার সঙ্গে। পাশাপাশি কুণালের সংযোজন, ‘শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ অভিষেক আগেই করেছিলেন। কেন্দ্র শুধু শব্দের জাগলারি করে গিয়েছে। এতদিনে সংসদে দুটি সত্য প্রকাশ হয়ে গিয়েছে। কেন্দ্র স্বীকার করেছে, একশো দিনের কাজে নয়া পয়সাও দেয়নি বাংলাকে। আর সামনে এসেছে ভুয়ো জবকার্ড বাতিলের তালিকা। বলছে পশ্চিমবঙ্গে অনিয়ম হয়েছে বলে টাকা বন্ধ। আমরা বলছি, যেটা অনিয়ম সেটার তদন্ত করে, বাকি টাকাটা দিন।’