প্রোমোটারি নিয়ে বিবাদের জেরে প্রতিবাদী মহিলাকে ঘুষি মারার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

বেলগাছিয়া পূর্ব বিধানসভায় প্রোমোটারিরাজ সংক্রান্ত অভিযোগের শেষ নেই। সিঁথির পর পাইকপাড়া। মধ্যরাতে প্রোমোটারি নিয়ে বিবাদের জেরে প্রতিবাদী মহিলাকে ঘুষি মারার অভিযোগ উঠল এলাকার প্রভাবশালী তৃণমূল নেতার বিরুদ্ধে। এদিকে পাইকাপাড়ার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সিঁথির মতোই তৃণমূল বিধায়ক অতীন ঘোষের নাম ভাঙিয়ে দাপিয়ে বেড়ান এই তৃণমূল নেতা।

তবে কলকাতা পুরসভার এক নম্বর ওয়ার্ডের পর চার নম্বর ওয়ার্ডে প্রোমোটারি নিয়ে গণ্ডগোলের জেরে শাসক নেতা উত্তম হালদারের বিরুদ্ধে মহিলাকে মারধরের অভিযোগে শোরগোল শুরু হয়েছে এলাকার রাজনৈতিক মহলে। ইতিমধ্যেই চিৎপুর থানায় প্রয়াত তৃণমূল কাউন্সিলর গৌতম হালদারের ভাই উত্তম হালদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন আক্রান্ত মহিলা। সূত্রে খবর, ভারতীয় ন্যায় সংহতির ধারায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে মারধর, হুমকি, ভীতি প্রদর্শন, সম্মানহানির অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ দায়েরের পর থেকেই অভিযোগকারীর উপর মামলা প্রত্যাহারের চাপ দিয়ে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে অভিযুক্তের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ঘটনার কথা জানিয়ে পোস্টও করেন আক্রান্ত মহিলা। একইসঙ্গে  এই ঘটনায় সামনে এসেছে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও।

পাশাাপাশি আক্রান্তের স্বামী এ প্রশ্নও তুলেছেন, এফ‌আইআরের পাঁচদিন পর‌েও কেন ব্যবস্থা নিল না পুলিশ তা নিয়েও। এদিকে এই ঘটনার পর অভিযুক্ত উত্তম হালদারের বাড়ি গিয়েও তাঁর দেখা মেলেনি। ফোনে যোগাযোগ করেও তাঁকে পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 5 =