ভাঙড়ে খুন শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা

ফের উত্তপ্ত ভাঙড়। খুন ভাঙড়ের চালতাবেড়িয়ার গুরুত্বপূর্ণ তৃণমূল নেতা রজ্জাক খাঁ। বৃহস্পতিবার সন্ধেয় ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের তৃণমূল নেতা রাজ্জাক খাঁকে লক্ষ‍্য করে গুলি চালানো হয় বলে খবর। একইসঙ্গে এ খবরও মিলেছে,  গুলি চালানোর পর মৃত্যু নিশ্চিত করতে আবার একাধিকবার কোপানো হয় ওই তৃণমূল নেতাকে।

সূত্র মারফত জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ভাঙড় থেকে নিজের বাড়ি ফেরার সময়েই অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। পরপর পাঁচ রাউন্ড গুলি করা হয় রাজ্জাক খাঁকে লক্ষ্য করে। এরপর মৃত্যু নিশ্চিত করতে আবার একাধিকবার কোপানো হয়। এরপর আশঙ্কাজনক অবস্থায় দ্রুত ওই তৃণমূল নেতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় ভাঙডড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী।

স্থানীয় সূত্রে এ খবরও মিলেছে, রাজ্জাক খা তৃণমূল কংগ্রেসের সক্রিয় নেতা। শুধু তাই নয়, সওকাত মোল্লা ঘনিষ্ঠ হিসাবেও পরিচিতি রয়েছে তাঁর। ইতিমধ‍্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় তৃণমূল কর্মীসমর্থকরা দোষীদের গ্রেফতারির দাবিতে এদিনইপথেনামনেবলে খবর।

এদিকে এই ঘটনায় বিধায়ক শওকত মোল্লা অভিযোগের আঙুল তোলেন আইএসএফএর দিকে। শওকত মোল্লা এদিন এও জানান, বৃহস্পতিবার তৃণমূলের পরপর দুটি বৈঠকে যোগ দিয়েছিলেন রজ্জাক। সেই মিটিং শেষ করে বাড়ি ফিরছিলেন তিনি।

এরপরই সরাসরি আইএসএফ বিধায়কের নাম করেই সওকত বলেন, ‘নওশাদ সিদ্দিকীর মদতে খুন করা হয়েছে। বিকেল থেকে দুটো মিটিং শেষ করে বাড়ি ফিরছিল রজ্জাক। তাকে গুলি করে, কুপিয়ে খুন করা হয়েছে। আসলে ভাঙড় এলাকায় অদের অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে বলে এইসব কাজ করছে। পুলিশকে বলব, অবিলম্বে এই সমাজবিরোধীদের গ্রেফতার করতে হবে ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + nineteen =