দলীয় কর্মিসভা থেকে বিতর্কিত মন্তব্য করার জেরে এবার ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে সেন্সর করল নির্বাচন কমিশন। এর আগে ওই মন্তব্যের জন্য হুমায়ুনকে শোকজ করা হয়েছিল। সেই শোকজের জবাবে সন্তুষ্ট হয়নি নির্বাচন কমিশন। এরপরই সিদ্ধান্ত নেওযা হয় তাঁকে সেন্সর করার। এর পাশাপাশি তৃণমূলের বিধায়ককে সতর্ক করে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, এই ধরনের মন্তব্য থেকে আগামী দিনে তাঁকে বিরত থাকতে হবে। ঘটনার সূত্রপাত মুর্শিদাবাদের কাজিপাড়ায় এক দলীয় কর্মিসভায়। সেখানে হুমায়ুন কবীরের এক মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়। এই মন্তব্যের প্রেক্ষিতেই এই পদক্ষেপ করল কমিশন।
ওই বিতর্কিত মন্তব্যটিকে ইস্যু করে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছিলেন বিজেপি নেতা শিশির বাজোরিয়া। বিজেপির অভিযোগ ছিল ওই মন্তব্যের মাধ্যমে বিরোধী দলের কর্মী এবং যাঁরা ওখানকার সাধারণ ভোটার তাঁদের মধ্যে ভীতি সঞ্চারের চেষ্টা হয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতে গত ১০ মে হুমায়ুন কবীরকে শোকজ করে নির্বাচন কমিশন। শোকজ নোটিশের জবাবও দিয়েছিলেন ভরতপুরের বিধায়ক। সেখানে হুমায়ুনের বক্তব্য ছিল, তাঁর বক্তব্যের একটি অংশকে তুলে এমনভাবে অভিযোগ জানানো হয়েছে, যাতে সেটি ভীতি সঞ্চারক ও আদর্শ আচরণবিধি ভাঙার সামিল বলে মনে হয়। তবে হুমায়ুনের এই বিশ্লেষণে সন্তুষ্ট নয় নির্বাচন কমিশন। এমন অবস্থায় এবার ভরতপুরের তৃণমূল বিধায়ককে সতর্ক করে দিল কমিশন। হুমায়ুনের ওই মন্তব্যের কড়াভাবে নিন্দা জানানো হয় কমিশনের তরফ থেকে।