আরজি করে ধর্ষণ–খুন কাণ্ডের পর এবার সুশান্ত ঘোষকে গুলি করার চেষ্টা। কলকাতায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তো উঠছেই, প্রশ্ন উঠছে পুলিশ–প্রশাসনের ভূমিকা নিয়েও। আর এবার শুধু আন্দোলনে বা স্লোগানে নয়, খোদ শাসক দলের নেতাদের মুখে শোনা যাচ্ছে পুলিশ প্রশাসনের সমালোচনা। সমালোচনা করেছেন খোদ কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। আর এবার পুলিশের কাজে বিরক্তি প্রকাশ করতে দেখা গেল তৃণমূল সাংসদ সৌগত রায়কে। একেবারে এক অনুষ্ঠানের মঞ্চ থেকে দাঁড়িয়ে প্রকাশ্যে পুলিশের সমালোচনা করতে শোনা যায় দমদমের সাংসদকে। রবিবার কসবায় তৃণমূল কাউন্সিলক সুশান্ত ঘোষের ওপর হামলার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। বক্তব্যের মাঝে সৌগত রায় জানতে চান, ‘পুলিশ কী করে? কলকাতা শহরে পিস্তল আসছে কীভাবে? বর্ডারে দেখার কোনও লোক নেই? পুলিশ কাউকে ধরতে পারে না?’
একই সঙ্গে আরজি কর কাণ্ডেও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলতে দেখা গেল সৌগত রায়কে। বর্ষীয়ান তৃণমূল সাংসদের প্রশ্ন, কীভাবে একজন সিভিক ভলান্টিয়ার সবার অলক্ষ্যে চারতলায় উঠে গেল তা নিয়েও। খোদ শাসক দলের সাংসদ মঞ্চ থেকে বললেন, ‘কেন একটি মেয়ের সঙ্গেও এটা হবে? কেন আমরা এগুলো আটকাতে পারি না?’ এদিন সৌগত রায় এও বলেন, ‘সুশান্ত ঘোষকেস গুলি করার চেষ্টা হয়েছে। এটা পুলিশের ব্যর্থতা। পুলিশ কাজ করতে পারছে না। বিহার থেকে কীভাবে আসতে পারে অস্ত্র। এটা খুবই খারাপ, দুঃখের, চিন্তার।’
এর আগে একই প্রশ্ন তুলেছিলেন ফিরহাদ হাকিম। কসবা–কাণ্ডের পর তিনি বলেন, ‘পুলিশকে বলব, অ্যাকশন নাও। পুলিশ কোথায়?’ মেয়রের মন্তব্যকে সমর্থন করেন সৌগত। বলেন, ‘পুলিশ ব্যর্থ। অন্তর্ঘাত কি না এসব মন্তব্য করব না। কিন্তু পুলিশ ব্যর্থ। ফিরহাদ হাকিম ঠিকই বলেছেন।’