কলকাতায় তৃণমূলের তরফে শুরু লোকসভা নির্বাচনের দেওয়াল লিখন

বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। ঠিক তার আগে ৪ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলের যে ট্রেন্ড আসছে তাতে বিজেপি যে বাজিমাৎ করছে তাতে কোনও সন্দেহই নেই। মাত্র একটি রাজ্যে কংগ্রেস জয় পেয়েছে। এই নির্বাচনী ফলাফল প্রকাশের মধ্যেই কলকাতায় লোকসভা ভোটের দেওয়াল লিখন শুরু নজরে আসে রবিবার। উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে এই দেওয়াল লিখন শুরু করল তৃণমূল কংগ্রেস। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর ডাক দেওয়া হয়েছে এই দেওয়াল লিখনে।

বর্তমানে কলকাতা উত্তরের তৃণমূল সাংসদ সুদীপ বন্দোপাধ্যায়। তবে ২০২৪-এ লোকসভায় প্রার্থী কে হবেন তা এখনও সিদ্ধান্ত হয়নি। প্রার্থী কে হবেন তা নিয়ে ভাবতে রাজি নন সাংসদ সুদীপ। বরং দেওয়াল লিখন মাধ্যমে জোর কদমে ভোট প্রচারের প্রস্তুতি শুরু হয়ে গেল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে দেওয়াল লেখার সময় হাজির থাকতে দেখা যায় তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষকেও। কুণাল বিজেপির এই জয় প্রসঙ্গে জানান, ‘ভিন রাজ্য আর এই রাজ্যের রাজনৈতিক ফারাক আছে। এখানে মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে আছে। তাই এখন থেকেই শুরু ভোটের প্রচার দেওয়াল লিখনের মাধ্যমে।’

এরই পাশাপাশি চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ হতেই কংগ্রেসকে একহাত নিয়েছে তৃণমূল৷ কংগ্রেসের ব্যর্থতাতেই মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ে জয় পেয়েছে বিজেপি৷ সেই কারণেই ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে ইন্ডিয়া জোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখকে সামনে রাখা উচিত বলে দাবি করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + ten =