উপনির্বাচনে মানিকতলা বিধানসভায় অভিনব প্রচার শুরু তৃণমূলের

লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই শুরু হয়ে গিয়েছে বিধানসভা উপ-নির্বাচনকে ঘিরে জোর প্রস্তুতি। এবার শুরু হল উপনির্বাচনের প্রচারও। মানিকতলা বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে। এরপরই রবিবার সকাল থেকে অভিনব উপায়ে প্রচার শুরু হল শাসকদলের তরফে। মানিকতলা বিধানসভার আট ওয়ার্ড থেকে একই সময়ে আটটি মিছিল বার করল তৃণমূল কংগ্রেস। মূলত, ছাত্র-যুবদের উদ্যোগেই এই মিছিল হয়। বিভিন্ন ওয়ার্ডে হাজির ছিলেন একটা করে নেতা। ছিলেন কুণাল ঘোষ ও অতীন ঘোষ।

এদিন কুণাল ঘোষ জানান, কলকাতায় তৃণমূল কংগ্রেসকে মানুষ পছন্দ করেন। এই এলাকা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসকে পছন্দ করে। গত বিধানসভায় সাধন পাণ্ডে বিপুল ভোটে জিতেছিলেন। সদ্য লোকসভায় তৃণমূল প্রার্থী এখানে এগিয়ে আছেন। ইতিমধ্যেই দলের তরফে সবাইকে একসাথে পথে নামতে বলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হাইকম্যান্ডের নির্দেশ মতো সবাই একযোগে পথে নেমেও পড়েছেন। এদিকে বিজেপি এখনও প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি। এদিন বেশ কয়েকটি ওয়ার্ডে বর্ণাঢ্য মিছিল হয়। তৃণমূল সূত্রের খবর, আগামী দিনে প্রার্থীও নামবেন প্রচারে।

প্রয়াত নেতা সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকেই মানিকতলা বিধানসভার উপনির্বাচনে প্রার্থী করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নের বৈঠকে কুণাল ঘোষ, কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ, মেয়র পারিষদ স্বপন সমাদ্দারদের সঙ্গে সুপ্তিকেও ডাকেন তিনি। সূত্রের খবর, সেখানেই তৃণমূল সুপ্রিমো ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছিলেন, আগামী ১০ জুলাই মানিকতলা উপনির্বাচনে সাধন-জায়া সুপ্তিকেই প্রার্থী করা হচ্ছে। পরে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয় তাঁর নাম।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + 12 =