২১ জুলাইয়ে হাইকোর্টের নির্দেশ নিয়ে ডিভিশন বেঞ্চে তৃণমূল

তৃণমূলের শহিদ দিবসএকুশে জুলাইএ এবার প্রথম বিশেষ শর্ত পালনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কিন্তু যে সব শর্ত দেওয়া হয়েছে তা আদতেঅবাস্তববলেই জানান বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।সঙ্গে এও জানান, এই নির্দেশ মানা সম্ভব নয়।

কলকাতা হাইকোর্ট ২১ জুলাই কর্মসূচি করার ক্ষেত্রে যে সব নির্দেশ দিয়েছেন, সেই প্রসঙ্গে  বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘হাইকোর্ট কী নির্দেশ দিয়েছে, তা আমার জানা নেই। তবে যদি কোনও অবাস্তব রায় দেন কোন বিচারপতি, সেই নির্দেশ কনফার্ম করার দায়িত্ব নয়। আদালতের রায়ের সমালোচনা করা উচিত নয়। তবে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যাচ্ছি আমাদের আইনজীবীরা কথা বলছেন।’  শুক্রবার বারুইপুরেরধর্মতলা চলোমিছিলে নেতৃত্ব দেন বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়। তখনই তিনি হাইকোর্টের নির্দেশ সম্পর্কে এমনটা জানান।

উল্লেখ্য,  শুক্রবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ জানিয়েছে, মিছিল বের করতে হবে সকাল ৮টার আগে। হাইকোর্টের শর্ত হল, সব মিছিল সকাল ৮টার আগে বের করতে হবে। সকাল ৯ টা থেকে সকাল ১১ পর্যন্ত যাতে কোনও যানজট না তৈরি হয়, সেদিকে নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষত হাইকোর্টের কাছে, মধ্য কলকাতার ৫ কিলোমিটারের মধ্যে যেন যানজট না হয়, তা দেখতে হবে পুলিশ কমিশনারকে। সকাল ১১টার পর ফের মিছিল বের হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 4 =