ইডির হানায় কামারহাটি পুরসভার এক ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে মিলল আড়াই কিলো সোনা, হিরের গয়না। পুলিশ সূত্রে খবর, এই ই়ঞ্জিনিয়ারের নাম তমাল দত্ত। তাঁর বাড়ি থেকেই এই বিপুল জিনিস উদ্ধার হয়েছে বলে খবর। তমালের অর্জুনপুরের ফ্ল্যাট থেকে এই সম্পত্তির নথি ও গয়না উদ্ধার করা হয়। এই বিপুল পরিমাণ গয়না উদ্ধারের পর চাকরি পাওয়ার ৬ বছরের মধ্যে এত টাকার সম্পত্তি কীভাবে জানতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এ সংক্রান্ত রিপোর্ট দিল্লিতেও পাঠানো হয়েছে বলে ইডি সূত্রে খবর। পুর-দুর্নীতি মামলার তদন্তে নেমে এই বিপুল সম্পত্তি সামনে এসেছে বলেই দাবি করা হয়েছে ইডির তরফ থেকে। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, এই বিপুল পরিমাণ গয়না চাকরি বিক্রির টাকাতেই এই বিপুল সম্পত্তি তমালের কি না তা নিয়েও। এদিকে এই সম্পত্তি এবং গয়না বাজেয়াপ্ত করার অনুমতি চেয়েছে তারা।
এদিকে ইডি সূত্রের খবর, যে সম্পত্তির নথি তদন্তকারীরা পেয়েছেন, তা প্রায় কোটি টাকার কাছাকাছি। যদিও তমাল দত্তর দাবি, পারিবারিক সম্পত্তি বা পারিবারিক গয়না। ইডি সূত্রে খবর, এ দাবির সপক্ষে এখনও তমাল দত্ত কোনও নথি পেশ করতে পারেননি। এখানে বলে রাখা শ্রেয়, পুরনিয়োগ দুর্নীতি মামলায় প্রথম থেকেই কামারহাটি পুরসভা ইডির স্ক্যানারে। কখনও পুরসভার চেয়ারম্যান গোপাল সাহার বাড়িতে গিয়েছে ইডি, আবার কখনও তাঁর ডাক পড়েছে সিজিও কমপ্লেক্সে।