ফের বেলাইন ট্রেন। শনিবার ভোরে লাইনচ্যুত হয়ে যায় সোমনাথ এক্সপ্রেসের দুটি কামরা। স্টেশন ছেড়ে এগোনোর কিছুক্ষণের মধ্যেই ঘটনাটি ঘটে। তবে ট্রেনের গতি কম থাকায় কোনও বড় দুর্ঘটনা ঘটেনি। ঘড়িতে তখন ৫টা ৫০ মিনিট। আচমকা এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ট্রেনের যাত্রীরা। তবে হতাহতের কোনও খবর নেই।
রেল সূত্রে খবর, মধ্যপ্রদেশের জব্বলপুর থেকে গুজরাতের সোমনাথ পর্যন্ত যায় এই সোমনাথ এক্সপ্রেস। এদিন সকালে ট্রেনটি জব্বলপুর থেকে ছাড়ার পর দুর্ঘটনা ঘটে। জব্বলপুর থেকে মাত্র ২০০ মিটার দূরে ট্রেনের চাকা লাইনচ্যুত হয়। ঠিক মাঝের দুটি কামরা লাইনচ্যুত হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে।