কল্যাণময়ের নিয়োগ সংক্রান্ত দুটি ফাইলের খোঁজ মিলছে না নবান্ন আর মহাকরণেও

নবান্নের অর্থ দপ্তরে মিলছে না মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের নিয়োগ সংক্রান্ত নিখোঁজ হয়ে যাওয়া দু’টি ফাইল। সূত্রে খবর, নবান্নের অর্থ দপ্তরের আধিকারিকরা সম্প্রতি বিকাশ ভবনে একটি চিঠি পাঠিয়ে এমনটাই জানিয়েছেন। এদিকে এই দুটি ফাইল খুঁজে বের করার জন্য চাপ এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে। এরপরই এইদুটি ফাইলের ব্যাপারে জানতে চেয়ে বিকাশ ভবনের তরফ থেকে দুটি চিঠি পাঠানো হয়। যার একটি নবান্নে অর্থদপ্তরকে লেখা এবং অপরটি মহাকরণের আইন দপ্তরকে উদ্দেশ্য করে লেখা। দু’টি চিঠিতেই বিকাশ ভবনের তরফ থেকে আর্জি জানানো হয় যে,  ওই দুই দপ্তরের কোথাও এই ফাইল বা তার সঙ্গে জড়িত কোনও সারাংশ, নোটের প্রতিলিপি, এমনকী খণ্ডাংশও যদি থাকে, তা যেন সাত দিনের মধ্যে বিকাশ ভবনে পাঠানো হয়। এরপর অর্থ দপ্তরের অডিট ব্রাঞ্চ থেকে এই চিঠির যে উত্তর পাঠানো হয়েছে বিকাশ ভবনে তার মর্মার্থ হল, হারানো ফাইল খোঁজা সহজ কাজ নয়। আর এই ফাইল খুঁজেপেতে হলে ওই ফাইল দু’টির ব্যাপারে দিতে হবে আরও বিস্তারিত তথ্যপরিসংখ্যান।

এই প্রসঙ্গে অর্থ দপ্তর থেকে এও জানানো হয়েছে, ইএস/এস/১০এম-১১৯/২০১২ এবং ইএস/এস/১০এম-১১৯/২০১২ (পার্ট ওয়ান) নম্বরের ‘হারিয়ে’ যাওয়া ফাইল দু’টির সাবজেক্ট ম্যাটার জানাতে হবে। দ্বিতীয়ত, স্কুল শিক্ষা দপ্তরের ‘ফাইল মুভমেন্ট রেজিস্টার’ থেকে কোন সালের কোন তারিখ ফাইল দু’টি অর্থ দপ্তরে পেশ করা হয়েছিল, তা-ও জানানো দরকার। তৃতীয়ত, ফাইল দু’টি পাঠানোর পরে অর্থ দপ্তর যে ‘অ্যাকনলজেমেন্ট রিসিপ্ট’ পাঠিয়েছিল, সেগুলির ফোটোকপিও দিতে হবে। চিঠিতে এ-ও জানানো হয়েছে, খোদ অর্থসচিবের অনুমোদনক্রমেই বিকাশ ভবনে এই চিঠি পাঠানো হয়েছে। এদিকে সব থেকে বড় সমস্যা হল শিক্ষা দপ্তরেই এই ফাইল দুটি সম্পর্কে কোনও তথ্যই নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × five =