কসবা থানার মধুচক্র থেকে উদ্ধার দুই নাবালিকা, গ্রেপ্তার ২

কসবা থানা এলাকার এক মধুচক্র থেকে উদ্ধার করা হল দুই নাবালিকাকে। কলকাতা পুলিশ সূত্রে খবর, ২১ জুন রাত্রিবেলা কলকাতা পুলিশের অ্যান্টি হিউম্যান ট্রফিকিং ইউনিটের কাছে খবর আসে, কসবা থানা এলাকার ‘টাইগার ইন’ নামে একটি হোটেলে মধুচক্রের আসর বসছে। সেই খবর পাওয়ার পর কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকেরা কসবা থানা এলাকার টেগর পার্কে লস্কর হাট এলাকার ‘টাইগার ইন’ নামে হোটেলে অভিযান চালায়। এরপরই ওই হোটেলের ৩০৩ এবং ৩০৪ নম্বর রুমে পুলিশ আধিকারিকদের নজরে আসে একটি ঘরে চারজন রয়েছেন। যার মধ্যে দু’জন নাবালিকা। তাদের জিজ্ঞাসাবাদ করতেই গোয়েন্দা আধিকারিকদের কাছে সম্পূর্ণ বিষয় পরিষ্কার হয়।  জিজ্ঞাসাবাদ করার পর এই চক্রের দুই মহিলা পাণ্ডার পরিচয় সামনে আসে।এদের একজনের বাড়ি গার্ডেনরিচে এবং অপরজন থাকেন বারুইপুর থানার মল্লিকপুরে। এরপরই এই দুই মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ।

প্রসঙ্গত, বহু আগে থেকেই কলকাতার বিভিন্ন হোটেল গেস্ট হাউসের বিরুদ্ধে মধুচক্র চালানোর অভিযোগ ছিল। ইদানিংকালে নাবালিকাদের দিয়ে এই মধুচক্র চালানোর প্রবণতা বাড়ছে, এমন তথ্যও অজানা নয় পুলিশ বিভাগের। কারণ এই ধরনের নাবালিকা মেয়েদের জন্য  খরিদ্দাররা অনেক বেশি টাকা খরচ করেন। সেই কারণেই এই দেহ ব্যবসা চালানোর পাণ্ডাদের কাছেও নাবালিকাদের চাহিদা বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 3 =