বেলেঘাটা মেইন রোডে দুই বেসরকারি বাসে সংঘর্ষ, আহত ২৯ যাত্রী

ফের বেপরোয়া গতির জেরে আহত ২৯ জন বাসযাত্রী। মঙ্গলবার দুপুরে দুই বেসরকারির বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে বেলেঘাটা মেইন রোডে রানি রাসমনি বাজারের কাছে। ঘটনায় আহত হন ২৯ জন যাত্রী।আহতদের মধ্যে শিশুও রয়েছে। এই দুর্ঘটনার পরই আহতদের নীলরতন সরকার মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। শিয়ালদহ থেকে ধামাখালির দিকে যাওয়া ৪৪/১ রুটের একটি বাসের সঙ্গে বেলেঘাটার থেকে শিয়ালদহগামী ওপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কার প্রতিঘাত এতটাই বেশি ছিল যে দুটি বাসেরই সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।ঘটনার জেরে যানজট তৈরি হয় শহরের অন্যতম ব্যস্ত রাস্তা বেলেঘাটা মেইন রোডে।

এই ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, এদিনের দুর্ঘটনায় পড়া দুটি বাসেরই গতিবেগ স্বাভাবিকের তুলনায় বেশি ছিল। রাস্তা মোটামুটি ফাঁকা থাকায় হু হু করে ছুটছিল দুটি বাস-ই।রানি রাসমনি বাজারের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন একটি বাসের চালক। এরপরই বাসটি লেন পরিবর্তন করে অন্য লেনে চলে যায়। তাতেই উল্টো দিক থেকে আসা বাসটির সঙ্গে মুখোমুখি হয়ে যায়। অন্য বাসটিরও গতি বেশি থাকায় অপর বাসের চালকও পাশ কাটাতে পারেননি।এরপরই দুটি বাসের সংঘর্ষে প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে এলাকা। সঙ্গে এও জানা যাচ্ছে, দুটি বাসে ৫০-৬০ জন যাত্রী ছিলেন। প্রচণ্ড অভিঘাতে আসন থেকে ছিটকে পড়েন তাঁরা। কারোর কপালে, কারোর মাথায়, কারোর ঠোঁট ফেটে যায়।স্থানীয় বাসিন্দারাই ছুটে এসে প্রাথমিকভাবে উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মীরাও। দ্রুত আহত যাত্রীদের উদ্ধার করে এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়। কমবেশি প্রায় জনা চল্লিশেক যাত্রী আহত হন। তবে এর মধ্যে ২৯ জনের আঘাত গুরুতর হওয়ায় তাঁদের হাসপাতালে পাঠানো হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।এই ঘটনায় দুই বাসচালককে আটক করে পুলিশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 14 =