খাস কলকাতায় ঘটে গেল জোড়া দুর্ঘটনা। বুধবার টালিগঞ্জ রেলব্রিজের কাছে পথের বলি হলেন এক স্কুটার চালক। অন্যদিকে পাটুলিতে রাস্তা পার হওয়ার সময় জখম হলেন এক পথচারী।
কলকাতা পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাত আড়াইটে নাগাদ কালীঘাট থেকে টালিগঞ্জের দিকে যাচ্ছিল একটি স্কুটার। বেপরোয়া গতিতে আসা স্কুটারটি ধাক্কা দেয় গার্ডরেলে। চালক ছিটকে পড়েন রাস্তায়। স্থানীয়রা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সূত্রের খবর, মৃতের নাম কৃষ্ণেন্দু দাস।
অন্যদিকে বুধবার সকালে পাটুলি এলাকায় রাস্তা পরনোর সময় বাইকের ধাক্কায় জখম পথচারী। বাইকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন মহিলা। তাঁর মাথা ও পায়ে চোট লাগে। অভিযুক্ত চালককে আটক করেছে পুলিশ।
প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিদিন একাধিক দুর্ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে রাজ্যের তরফে বারবার সকলকে সতর্ক করা হয়। জেলায় জেলায় সেফ ড্রাইভ, সেভ লাইভ কর্মসূচিও হয়। কিন্তু তা সত্ত্বেও বদলাচ্ছে না পরিস্থিতি। কখনও বেপরোয়া গতি, কখনই আবার চালকের সামান্য ভুলে বলি হতে হচ্ছে আমজনতাকে।