বেপরোয়া গতির জেরে প্রাণ গেল দুই যুবকের, আশঙ্কাজনক ২

বেপরোয়া গতির জেরে  প্রাণ গেল দুই যুবকের। সোমবারের ভোরের কলকাতায় ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। এক ঝটকায় চলে গেল দু’টি তরতাজা প্রাণ। আহতও হয়েছেন দুই যুবক। জয়রাইডের মাশুল গুনল চার যুবক। সোমবার ভোর ৫টা ৪২ মিনিট নাগাদ এয়ারপোর্টগামী উল্টোডাঙ্গা উড়ালপুলে নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয় তাঁরা।
স্থানীয় সূত্রে খবর, বাইক নিয়ে সরাসরি উড়ালপুলের গার্ডরেলে গিয়ে ধাক্কা মেরে ছিটকে পড়ে তারা। তড়িঘড়ি স্থানীয়রা তাদের উদ্ধার করে আরজি কর হাসপাতালে নিয়ে গেলে দুই যুবককে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। অন্য দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার কবলে পড়া ওই চার যুবকের নাম শোয়েব, রহমান, সোহেল ও ফারুক। যার মধ্যে প্রাণ গিয়েছে প্রথম দু’জনের। দুজনের বয়স ২০। প্রত্যেকে বেনিয়াপুকুর থানা এলাকার বাসিন্দা। ভোরবেলা জয়রাইডের অছিলায় একটা বাইকে চেপে হেলমেট ছাড়াই নেমে পড়েছিলেন রাস্তায়। শুধু তা-ই নয়, কলকাতা থেকে এয়ারপোর্টের পথ ফাঁকা পেয়ে ‘আগুনের গতিতে’ ছোটাচ্ছিল বাইকটি। যার মাশুলও গুনতে হল ক্ষণিকের মধ্যেই। নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুলের গার্ডরেলে ধাক্কা মারে বাইকটি। ছিটকে গিয়ে পড়েন চার যুবক।
ঘটনার তদন্তে নেমে জানা গেছে, রবিবার রাতে একটি বার্থ ডে পার্টিতে অংশগ্রহণ করেছিলেন তারা। তারপর ভোররাতেই বেরিয়ে পড়েন কলকাতা থেকে এয়ারপোর্টের উদ্দেশে। কিন্তু গন্তব্যস্থলে পৌঁছনোর আগেই চলে গেল তরতাজা দু’টি প্রাণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − nine =