দুর্গাপুজোর শুরু। এই উৎসবে বড় বড় প্যান্ডেলে মা দুর্গার মূর্তি প্রতিষ্ঠা থেকে শুরু করে, গান, নাচ ও অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান-ই হয়ে থাকে। এই উৎসব উপলক্ষে, উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক আহিরীটোলা সার্বজনীন দুর্গাপুজোতে ৩৫ ফুট উঁচু ও ১০ ফুট চওড়া একটি বড় চাঁদমালা প্রদান করল। প্রসঙ্গত, এই চাঁদমালার বাইরের দিকে বাংলার ঐতিহ্যবাহী শোলা দিয়ে কাজ করা হয়েছে। ভিতরে উজ্জীবনের নজরকাড়া লোগো বর্তমান। এই চাঁদমালা প্যান্ডেলের প্রধান আকর্ষণ হবে বলে মনে করছেন সংস্থার কর্মকর্তা থেকে শুরু করে পুজো উদ্যোক্তারাও। একইসঙ্গে পুজো উদ্যোক্তারা এও জানান, প্রতিদিন এখানে প্রায় ২০ থেকে ২৫ লাখ মানুষ আসে। উৎসব ও শিল্পের মিলনের প্রদর্শন হয় এখানেই। আহিরীটোলা প্যান্ডেলের ভিতরে একটি ছোট স্টলও আছে, যেখানে খেলা ও নানা ধরনের মজাও কার্যক্রম রাখা হয়েছে বলে জানান পুজো উদ্যোক্তারা।
এই প্রসঙ্গে উজ্জীবনের মার্কেটিং প্রধান লক্ষ্মণ ভেলায়ুথম জানান, ‘আমরা জনসাধারণের জন্য পরিষেবা দিই আর তাদের সঙ্গে থাকতেও চাই। সেই কারণে দুর্গাপুজোর এই উৎসবে আমরা বাংলার ঐতিহ্য উদযাপন করতে চাই, যা এই বর্ণময় রূপ ও ধুনুচি নাচের মধ্যে দিয়ে স্পষ্টভাবে প্রতিফলিত হবে।’