• F77 SuperStreet and F77 MACH2 এবার কলকাতায় পাওয়া যাচ্ছে 3S আল্ট্রাভায়োলেট স্পেস স্টেশনের মাধ্যমে।
• কলকাতা স্পেস স্টেশন উদ্বোধনের মাধ্যমে পশ্চিমবঙ্গে আল্ট্রাভায়োলেটের প্রথম এক্সপিরিয়েন্স সেন্টার চালু হল। আল্ট্রাভায়োলেটের এখন ভারত জুড়ে চোদ্দটি শহরে জোরালো উপস্থিতি তৈরি হল।
• ক্রেতাদের নাগাল: একজন ক্রেতার জীবনচক্রের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত প্রয়োজন মিটিয়ে উৎসাহীদের মগ্ন করে রাখার মত ব্র্যান্ড অভিজ্ঞতা জোগায়।
• পার্সোনালাইজড টেস্ট রাইড ও পরিষেবা: এক্সপিরিয়েন্স সেন্টারে টেস্ট রাইডের সুযোগ এবং একান্ত নিবেদিত পরিষেবা সাহায্য নেওয়ার সুযোগ রয়েছে।
সম্প্রতি ইউরোপ জুড়ে আন্তর্জাতিক লঞ্চের পর আন্তর্জাতিক ব্র্যান্ড এবং ‘দ্রুততম ভারতীয় মোটরসাইকেল’-এর নির্মাতা আল্ট্রাভায়োলেট এবার নজর দিল ভারতে। কলকাতায় এক অত্যাধুনিক এক্সপিরিয়েন্স সেন্টার উদ্বোধন করার মধ্যে দিয়ে তাদের সম্প্রসারণ আরও বৃদ্ধি ঘটাল। এই সম্প্রসারণের মধ্য দিয়ে দেশজুড়ে দক্ষতা প্রদর্শনের পাশাপাশি সুস্থায়ী বৈদ্যুতিক দুই চাকার গাড়ি সরবরাহের প্রতি কোম্পানির একনিষ্ঠতাকে চিহ্নিত করে। সব মিলিয়ে নিঃসন্দেহে ভারতে এই সম্প্রসারণ এক তাৎপর্যপূর্ণ মাইলফলক।
সংস্থার তরফ থেকে জানানো হয়ছে, এই সম্প্রসারণে ডিলার কেজিএন অটোমোবাইলস ইভি–র সঙ্গে গাঁটছড়া বেঁধে নতুন প্রতিষ্ঠিত ইউভি স্পেস স্টেশন ক্রেতাদের আল্ট্রাভায়োলেটের পারফরম্যান্স মোটরসাইকেলগুলোকে পরখ করার এক সার্বিক অভিজ্ঞতা জোগাবে। ইউভি স্পেস স্টেশন হল এক 3S জায়গা যা ডিজাইন করা হয়েছে নয়া এক অভিজ্ঞতা জোগানোর জন্যে। যার শুরু এক ছাদের তলায় টেস্ট রাইডের অভিজ্ঞতা, বিক্রি, পরিষেবা, চার্জিং পরিকাঠামো এবং একগুচ্ছ মোটরসাইকেল অ্যাক্সেসরিজ জোগানো দিয়ে। এই সেন্টারে ইউভি সুপারনোভা ডিসি দ্রুত চার্জিং পরিকাঠামোও রয়েছে।
এর পাশাপাশি এক্সপিরিয়েন্স সেন্টারে কোম্পানির পারফরম্যান্স মোটরসাইকেল F77 MACH 2 এবং F77 SuperStreet দেখা যাবে। এই প্রোডাক্টগুলো বৈদ্যুতিক গাড়ির পারফরম্যান্সকে এক নয়া মাত্রা দিচ্ছে তার 40.2 hp ও 100 Nm টর্ক সম্বলির পাওয়ারট্রেনের সাহায্যে। এই গাড়ি ০ থেকে ৬০ কিলোমিটার/ঘন্টা গতিতে পৌঁছে যেতে পারে মাত্র ২.৮ সেকেন্ডে। 10.3 kWh ব্যাটারি সমেত এই গাড়ির একবার চার্জ দিয়ে IDC রেঞ্জ হল ৩২৩ কিলোমিটার।
এই প্রসঙ্গে বলে রাখা শ্রেয়, আল্ট্রাভায়োলেট নিজের সীমাবদ্ধতা বারবার অতিক্রম করে চলেছে। প্রোডাক্টগুলোকে সময়ের সঙ্গে সঙ্গে আরও পরিশীলিত করে তুলছে। তার সাম্প্রতিকতম উদ্ভাবন বৈদ্যুতিক যানবাহনের বদলের ক্ষেত্রে এক যুগান্তকারী মুহূর্ত। উদ্ভাবনগুলো হল – ‘GEN3 Powertrain Firmware’ আর ‘Ballistic+’ পারফরম্যান্স এনহ্যান্সমেন্ট, যা সমস্ত F77 ক্রেতারা পেতে চলেছে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই। F77-গুলো এখন অনেক বেশি তীক্ষ্ণ প্রতিক্রিয়া জোগায়, আরও তাড়াতাড়ি গতি পায়। ২০২৪ সালে F77-এর বদলের প্রথম পর্যায়ে নজর দিয়েছিল ট্র্যাকশন কন্ট্রোল, ডায়নামিক স্টেবিলিটি কন্ট্রোল (UVDSC), রিজেনারেটিভ ব্রেকিংয়ের ১০ খানা স্তর, হিল–হোল্ড অ্যাসিস্ট, ভায়োলেট এ আই এবং আরও অনেককিছুতে।
আর এবছরে এর আগে আল্ট্রাভায়োলেট তার নতুন লঞ্চ হওয়া মূলধারার প্রোডাক্টগুলোতেও দারুণ প্রতিক্রিয়া পেয়েছে। সেগুলো হল বিশ্বের সবচেয়ে উন্নত ইলেকট্রিক স্কুটার ‘Tesserac ’। এতে আছে এই সেগমেন্টের প্রথম ইন্টিগ্রেটেড রাডার ও ড্যাশক্যাম, সঙ্গে মসৃণভাবে যুক্ত অমনিসেন্স মিরর। পাশাপাশি আছে ছক ভাঙা ইলেকট্রিক মোটরসাইকেল ‘শকওয়েভ’। এটা সযত্নে ডিজাইন করা হয়েছে এবং নির্মাণ করা হয়েছে সেইসব আরোহীদের জন্যে, যাঁরা বাইকে চড়ে দারুণ আনন্দ উপভোগ করতে চান।
উদ্বোধনী অনুষ্ঠানে আল্ট্রাভায়োলেটের সিইও এবং কো–ফাউন্ডার নারায়ণ সুব্রামানিয়াম জানান, ‘কলকাতা আমাদের সর্বদা তার সাংস্কৃতিক গভীরতা, প্রগতিশীল মানসিকতা এবং শিল্প, ডিজাইন আর প্রযুক্তির গভীরে প্রোথিত রুচিবোধে আমাদের অনুপ্রেরণা হিসাবে কাজ করেছে। কলকাতা এমন একটা শহর যে সবসময় এগিয়ে ভাবে। ফলে এই শহর আমাদের যাত্রার এক অবিশ্বাস্য গুরুত্বপূর্ণ অংশ। এখানে আমাদের উপস্থিতি কেবল ভৌগোলিক সম্প্রসারণের জন্যে নয়। আমরা এসেছি এমন একটা গোষ্ঠীর সঙ্গে আদানপ্রদানের জন্যে, যারা যাতায়াতের ভবিষ্যৎ সম্পর্কে আল্ট্রাভায়োলেটের দীর্ঘমেয়াদি ভাবনার সঙ্গে তাল মেলাতে পারে। নতুন স্পেস স্টেশন ডিজাইন করা হয়েছে সেইসব আরোহীদের একটা নির্ঝঞ্ঝাট বাস্তুতন্ত্র জোগানোর জন্যে, যাঁরা তাঁদের বাহনটির থেকে অনেক বেশি কিছু আশা করেন। আর সেই কারণেই রয়েছে নজরকাড়া নানা ডিজাইন, বেশি উদ্ভাবন আর বেশি আবেগ। ইলেকট্রিক মোটরসাইকেল চালানোর ভোল পালটে দেওয়ার যে দীর্ঘমেয়াদি লক্ষ্য আমাদের রয়েছে তা পূরণ করার পথে এ এক তাৎপর্যপূর্ণ পদক্ষেপ এবং আমরা আত্মবিশ্বাসী যে কলকাতা যাতায়াতের ভবিষ্যৎ তৈরি করতে এক মুখ্য জায়গা হিসাবে উঠে আসবে। পরবর্তী প্রজন্মের আরোহীদের এক নতুন ধারাকে অনুপ্রেরণা দেবে।’
কলকাতার ইউভি স্পেস স্টেশনের ঠিকানা: কাঁকুড়ি, ওয়ার্ড নং ৩৪, হোল্ডিং নং ৫২৯/২৯/১, ক্যানাল স্ট্রিট, কলকাতা – ৭০০০৪৮।