সম্প্রতি কলকাতায় প্রদর্শিত হল অয়ন শীল পরিচালিত এবং তুহিনা দাস, দেবলীনা কুমার, সৌরসেনী মৈত্র, ঋষভ বসু, রাজদীপ গুপ্ত, সৃজলা গুহ অভিনীত হিন্দি মিউজিক্যাল শর্ট ফিল্ম ‘আনব্রোকেন’। ছবির প্রযোজনা করেছেন উষসী সেনগুপ্ত। ছবির বিশেষ আকর্ষণ, কলাকুশলীদের কোনও ডায়ালগ নেই।
ছবির কাহিনি মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা নিয়ে। একে অপরের সঙ্গে মন খুলে কথা বলার বার্তা পাওয়া গেল অয়ন শীলের এই ছবিতে। বর্তমান সময়ে নিরাশা, একাকিত্ব, হতাশা গ্রাস করছে মানুষকে। তাঁদের ভালো থাকার চাবিকাঠি নিয়ে ইউটিউব চ্যানেল ‘ডিজিট্যাল নার্ভ’-এ মুক্তি পাচ্ছে এই ‘আনব্রোকেন’।
পরিচালক অয়ন শীল ছবি তাঁর ছবি সম্পর্কে জানান, সঙ্গীত মানুষের মন ভালো করে। সেই চিন্তা করেই এই ছবিটা তৈরি। একজন মানুষের মানসিক স্বাস্থ্যের দিকটা যখন ধীরে ধীরে খারাপ হতে দেখবেন তখন তাঁর পাশে দাঁড়ানোটা আমাদের প্রত্যেকের প্রয়োজন। মূলত, এই ছবির মাধ্যমে মানসিক অবসাদগ্রস্তদের পাশে থাকার বার্তা দেওয়াই লক্ষ্য বলে জানান পরিচালক।