কলকাতা, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪: একসময়ের বিখ্যাত হাসপাতাল হিসেবে প্রতিষ্ঠিক লোহিয়া মাতৃ সেবাসদনকে মাল্টি সেপশ্যালিটি হাসাপাতালে পরিণত করার উদ্যোগে এগিয়ে এল চার্ণক হাসপাতাল। বর্তমানে ঐতিহ্যবাহী হাসপাতাল ভবনটি বর্তমানে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। চার্নক হসপিটাল এই সম্পত্তিটি ইজারা নিতে চলেছে এবং এটিকে একটি সুপার স্পেশালিটি হাসপাতালে রূপান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে যার নামকরণ করা হবে চার্নক লোহিয়া হসপিটাল। নতুন এই হাসপাতালে থাকবে ২০০ শয্যার ব্যবস্থা। এখানে মিলবে স্বাস্থ্যসাথী পরিষেবাও, এমনটাই জানিয়েছেন চার্ণক হাসাপাতাল কর্তৃপক্ষ। সঙ্গে এও জানানো হয়েছে, আশা করা যাচ্ছে ২০২৫-এর মাঝামাঝি থেকে শুরু হবে এই পরিষেবা।