ফের কলকাতার জনবহুল এলাকার ফুটপাথ থেকে উদ্ধার হল অজ্ঞাত পরিচয়ের দেহ। এরপরই ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মহম্মদ সরফরাজ নামে এক যুবককে। একইসঙ্গে জোড়াসাঁকো থানা এলাকা থেকে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, গলায় গামছা পেঁচিয়ে তাঁকে খুন করা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্টের পরই স্পষ্ট হবে খুনের কারণ।
স্থানীয় সূত্রে খবর, রবিবার রাত দশটার পর জোড়াসাঁকো এলাকার দক্ষিণের ফুটপাথে অর্থাৎ এমজি রোডের দিকে এক ব্যক্তিকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। হোটেল হিমালয় নামে এক বিল্ডিংয়ের সামনে এই দৃশ্য দেখে জোড়াসাঁকো থানার পুলিশকে খবর দেন হোটেল হিমালয়ের এক ব্যক্তি রণবীর সিং।পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃতের পরিচয় জানা যায়নি।
এদিকে পুলিশ সূত্র খবর, ধৃত সরফরাজ এমএম বর্মন স্ট্রিটের বাসিন্দা। মৃত ব্যক্তি কে, কোথাকার বাসিন্দা, সন্দেহভাজন সরফরাজের সঙ্গেই বা তাঁর কী সম্পর্ক, সে সব খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট ধারা অনুযায়ী অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে।