বাণিজ্যিক পরামর্শদান কর্মসূচির সূচনা কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের

কেন্দ্রীয় শিক্ষা ও দক্ষতা উন্নয়ন মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এক অনুষ্ঠানে ‘ইউসিও ক্ষমতায়ন’ নামে এক বাণিজ্যিক পরামর্শদান কর্মসূচির সূচনা করেন। ২০২৪ সালের ২০ জানুয়ারি ওড়িশার ঢেঙ্কানালে সরকারি সূচনা অনুষ্ঠানে কেন্দ্রীয় শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও শিল্পোদ্যোগ মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের উপস্থিতিতে ভারত সরকারের অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী, নাবার্ড মুম্বই-এর উপ-ব্যবস্থাপনা নির্দেশক গোবর্ধন এস রাওয়াত, অর্থ মন্ত্রকের যুগ্ম সচিব ডঃ পরিত কুমার গোয়েল উপস্থিত ছিলেন। এদিনের এই অনুষ্ঠানে তিনি বলেন, ‘এমএসএমই ঋণদান আমাদের ব্যাঙ্কের মূল লক্ষ্য। আমাদের দেশের ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি অর্জনের আকাক্ষার সঙ্গে সঙ্গতি রেখে আমরা অনুভব করেছি যে এমএসএমই ক্ষেত্রের ওপর জোর দেওয়া উচিত এবং তাদের ক্ষমতায়ন করা উচিত। অনুষ্ঠানে ইউসিও ব্যাঙ্কের এমডি ও সিইও অশ্বিনী কুমার বলেন, ‘ইউসিও-র ক্ষমতা এই সংকটময় ক্ষেত্রটির মোকাবিলা করতে চায় এবং আমরা পুর্নাথায় আমাদের জ্ঞান অংশীদার হিসাবে যোগ দিতে পেরে আনন্দিত।’

এই প্রসঙ্গে সুরেশ বলেন, ‘আমাদের লক্ষ্য প্রত্যেক অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগীকে ব্যবসা-বাণিজ্যের সাফল্যের সঙ্গে যুক্ত করা। মনোরনাথা একটি শীর্ষস্থানীয় ভারতীয় শিক্ষা সংস্থা যা উদ্যোক্তা, আর্থিক সাক্ষরতা এবং আঞ্চলিক ভাষার নেতৃত্বের উপর টেইলড কোর্স সরবরাহ করে। ১,৯০০ টিরও বেশি উদ্যোক্তা এবং ৪৯,০০০ শিক্ষার্থীর বিশ্বব্যাপী প্রভাবের সাথে, নতুন যুগের শিক্ষা সংস্থা ইন্টারঅ্যাকটিভ লার্নিং মডিউল হিসাবে বিশ্ব-শ্রেণির জ্ঞান বিতরণে বিশেষজ্ঞ। ইউকো ব্যাঙ্কের কার্যনির্বাহী নির্দেশক বিনয় কাম্বলে বলেন, শিল্পোদ্যোগীরা তাঁদের ব্যবসার স্বাচ্ছন্দ্য থেকে শিখতে পারেন। ইউসিও-র মাধ্যমে ভারতীয় এমএসএমই-র বাস্তুতন্ত্রকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × five =