অস্বাভাবিক মৃত্যু আর জি কর মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের এক ইন্টার্নের। জানা গিয়েছে, ওই ইন্টার্নের নাম শুভ্রজ্যোতি দাস। বৃহস্পতিবার রাতে আর জি কর হাসপাতালের ইন্টার্ন শুভ্রজ্যোতি দাসের মৃত্যু ঘিরে উঠে আসছে মানসিক অবসাদের তত্ত্ব।
সূত্রে খবর, নিমতায় একটি ভাড়া বাড়িতে থাকতেন তিনি। তবে মানসিক অবসাদে ভুগছিলেন আর জি করের ওই বছর পঁচিশের চিকিৎসক পড়ুয়া। শুভ্রজ্যোতিকে অবসাদের ওষুধ প্রেসক্রাইব করা হয়েছিল বলে জানা যাচ্ছে। আর সেই ওষুধের প্রতিক্রিয়ার জেরেই মৃত্যু হয় তাঁর। চিকিৎসক পড়ুয়ার ডেথ সার্টিফিকেটেও উল্লেখ রয়েছে, মাত্রাতিরিক্ত ওষুধের কারণেই মৃত্যু হয়েছে।
সূত্রে খবর, গত বৃহস্পতিবার বিকেলে শুভ্রজ্যোতিকে গুরুতর অসুস্থ অবস্থায় জরুরি বিভাগে বিভাগে নিয়ে যাওয়া হয়। তারপর সেখান থেকে প্রথমে মেডিসিনে স্থানান্তর, পরে সিসিইউতে স্থানান্তর করা হয়েছিল। সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবারই মৃত্যু হয় ওই চিকিৎসক পড়ুয়ার। তবে কী কারণে ওই চিকিৎসক পড়ুয়া মানসিক অবসাদের মধ্যে ভুগছিল, তা নিয়ে এখনও ধোঁয়াশা থেকে গিয়েছে।