ত্বককে ঝলমলে করে তুলতে হাতের কাছেই রয়েছে ৭ টি উপাদান। যা একেবারেই ঘরোয়া। তবে এগুলো সংবেদনশীল ত্বকে ব্য়বহার করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এই সাত ঘরোয়া উপাদান হল,
দুধের সর
এটি আপনার ত্বকে প্রাকৃতিক ময়শ্চারাইজারের কাজ করে। ত্বকের আর্দ্রতা ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দুধের সর সরাসরি আপনি মুখে লাগাতে পারেন।
মধু
এই উপাদান রুক্ষ ত্বকে বেশ কার্যকরী। তৈলাক্ত ত্বকে না ব্যবহার করাই উচিত। মধুর গুণে ত্বকের হাজার সমস্যা মেটে। ত্বকের জেল্লাও হয় নজরকাড়া।
হলুদ
এই ঘরোয়া উপাদানে কারকিউমিন নামক একটি অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে। যা ত্বকের নানা সমস্যা মেটায়। বাড়ায় ত্বকের জেল্লাও।
শসার রস
প্রায় প্রত্যেকের বাড়িতেই শসা খাওয়ার চল আছে। শসার রস আপনার ত্বকের জন্যেও খুব উপকারী। ত্বককে ঠাণ্ডা রাখে, জ্বালা-ব়্যাশ কমায়।
টক দই
দইয়ের ল্যাকটিক অ্যাসিড প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে। এটি আপনার ত্বকের মৃত কোষ সরিয়ে প্রাকৃতিক জেল্লা ফেরায়। ফেসপ্যাকে টক দই ব্যবহার করা যেতে পারে।
নারকেল তেল
রুক্ষ ত্বকে নারকেল তেল মাখতে পারেন। ত্বকে আর্দ্রতার ঘাটতি পূরণ করবে এই তেল। সঙ্গে জেল্লাও বাড়াবে। নারকেল তেলের সঙ্গে এসেনশিয়াল অয়েল মিশিয়ে মুখে মাখতে পারেন।
কলা
কলার ফেসপ্যাকও ত্বকের জন্যে বেশ উপকারী। সপ্তাহে একদিন এই ফেসপ্যাক ব্যবহার করা যেতেই পারে।