আরজি করের পর এবার এসএসকেএমের ট্রমা কেয়ারে ভাঙচুরের অভিযোগ। রাজ্যের উৎকর্ষ কেন্দ্র এসএসকেএমে ভাঙচুরের ঘটনা ঘটে ১৫ বছরের বালকের মৃত্যুকে কেন্দ্র করে। সূত্রে খবর, রবিবার ট্রমা কেয়ারের পাঁচতলায় রোগীর পরিজনের হাতে এক জুনিয়র চিকিৎসক রক্তাক্তও হন। চিকিৎসকদের একাংশ জানান, প্রথমে মুখে মারে ওই জুনিয়র ডাক্তারকে। তারপর গলা চেপে ধরে। করিডরের দেওয়ালে চেপে ধরে রেখে দেয়। আরেকজন এসে বাঁচান।
খবর পেয়েই ওয়ার্ডে পৌঁছে তিনজনকে আটক করেছে পুলিশ। জানা গিয়েছে আহত চিকিৎসকের নাম সুব্রত শূর। হাসপাতালে কর্তব্যরত এক পুলিশ কর্মীর কথায়, ‘আমরা নিচে ডিউটিতে আছি। অর্থাৎ হইচই শুনে উপরে যাই। গিয়ে দেখি বোতল ভেঙে ডাক্তারকে মারতে যাচ্ছে। পিছন থেকে গিয়ে আমি ধরি। ডাক্তার সুব্রত শূরকে মারধর করেছে।’ পুলিশের উর্দিতেও রক্ত লেগে যায়। আহত হন পুলিশ কর্মীও। ওই পুলিশ কর্মী জানান, ওয়ার্ডে থাকা রোগীর আত্মীয়রা তিন-চারটে বেড উল্টে ফেলে দেন। ওষুধ ছিল, সেসবও ফেলে দিয়েছে।
আরজি করকাণ্ডে এই মুহূর্তে উত্তাল কলকাতা। গত ১৪ অগাস্ট আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ঢুকে গুণ্ডাগিরি চালায় একদল দুষ্কৃতী। হাসপাতালে ঢুকে ভাঙচুর করে তারা। এবার আবার এসএসকেএম হাসপাতালেও ভাঙচুর। যদিও দুই হাসপাতালে অশান্তির প্রেক্ষাপট একেবারেই আলাদা। তবে দু’ক্ষেত্রেই ক্ষতির মুখে পড়েছে চিকিৎসাকেন্দ্র।