দাদা সাহেব ফালকে পাচ্ছেন ওয়াহেদা রহমান

বলিউড, তথা দেশের কিংবদন্তি অভিনেত্রী ওয়াহেদা রহমান পাচ্ছেন দাদা সাহেব ফালকে পুরস্কার। মঙ্গলবার দেশের তথ্য এবং সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর এমনটাই ঘোষণা করেন। মঙ্গলবার এক্স-এ পোস্ট করে দেশের তথ্য এবং সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর লেখেন, ‘খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি, ভারতীয় সিনেমায় তাঁর অনবদ্য অবদানের জন্য এ বছর দাদা সাহেব ফালকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন অভিনেত্রী ওয়াহেদা রহমানজি। ‘গাইড’, ‘পেয়াসা’, ‘কাগজ় কে ফুল’, ‘চৌদভি কা চাঁদ’, ‘সাহেব বিবি অউর গুলাম’, ‘খামোশি’র মতো ছবিতে অভিনয় করে তিনি নিজের স্বাক্ষর রেখে গিয়েছেন কাজের। ৫ দশক ধরে অভিনয় করছেন তিনি। ‘রেশমা’ এবং ‘শেরা’ ছবির জন্য জাতীয় পুরস্কারও পেয়েছেন।’ এর আগে ভারত সরকার তাঁকে ভূষিত করেছে পদ্মশ্রী এবং পদ্মভূষণ সম্মানে। সিনেমায় অবদানের জন্য দেশের সর্বোচ্চ সম্মান দাদা সাহেব ফালকে দেওয়া হয় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। এবার সেই সম্মানেই সম্মানিত হতে চলেছেন ৮৫ বছর বয়সি ওয়াহেদা।

কেরিয়ারে বেশকিছু ব্লকবাস্টার ছবিতে অভিনয় করেছেন ওয়াহেদা রহমান। সেই তালিকায় রয়েছে, ‘গাইড’, ‘পেয়াসা’, ‘কাগজ় কে ফুল’, ‘চৌদভি কা চাঁদ’। তামিলনাড়ুর এক মুসলমান পরিবারে জন্ম ওয়াহেদার। জেলার আমলা পদে চাকরি করতেন তাঁর বাবা। ছোট থেকেই ভরতনাট্যমে তালিম নিয়েছিলেন ওয়াহেদা। স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার কিন্তু বাস্তবে হয়ে গেলেন অভিনেত্রী। সে সময় মায়ের শরীর খারাপ থাকায়পরিবারে আর্থিক অনটন দেখা দিয়েছিল। তাই চিকিৎসক হওয়ার স্বপ্নকে জলাঞ্জলি দিয়ে সিনেমায় নাম লেখান ওয়াহেদা। তামিল ছবির হাত ধরেই অভিনয় কেরিয়ার শুরু করেন। এরপর গুরু দত্তর সঙ্গে মুম্বইয়ে আসেন বলিউডে কাজ করতে। ক্রাইম থ্রিলার সিআইডিতে কামিনী চরিত্রে অভিনয় করেন। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি ওয়াহেদাকে। জাতীয় পুরস্কার থেকে শুরু করে ফিল্ম ফেয়ার, সব ধরনের পুরস্কার পেয়েছেন।  সূত্রে খবর, এ বছরের শেষে দাদা সাহেব ফালকে সম্মান তুলে দেওয়া হবে ওয়াহেদা রহমানের হাতে। গত বছর এই পুরস্কার পেয়েছিলেন আর এক কিংবদন্তি অভিনেত্রী আশা পারেখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 17 =