প্রথম বর্ষের ছাত্রের মৃত্যু ও তার নেপথ্যে র্যাগিংয়ের অভিযোগে আগামী ১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সমস্ত শরিকদের নিয়ে অ্যান্টি র্যাগিং কমিটির বৈঠক ডাকলেন অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ। ডাকা হয়েছে ছাত্রছাত্রীদেরও। তবে তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠন এই বৈঠকে শিক্ষামন্ত্রীর উপস্থিতির দাবি তুলেছে। বৈঠক লাইভ স্ট্রিমিং করতে হবে বলেও দাবি তোলা হয়েছে তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠনের তরফ থেকে। সূত্রে খবর, আগামী ১ তারিখ ক্যাম্পাসে বৈঠকে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত সকলকেই বৈঠকে যোগ দেওয়ার কথা জানিয়েছেন উপাচার্য। ছাত্র প্রতিনিধিদের পাশাপাশি থাকবেন অধ্যাপকদের একাধিক সংগঠন। তৃণমূলপন্থী শিক্ষক সংগঠন সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির তরফ থেকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু উপস্থিতি দাবি করা হলেও এ নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিংবা সরকারের তরফে কিছু জানা যায়নি এখনও। পড়ুয়ারাও এই বৈঠককে কীভাবে দেখছে, সে বিষয়েও কোনও প্রতিক্রিয়া মেলেনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে।